হঠাৎ ভিক্ষুকের হাতে নয়া নোট, জমে উঠল রহস্য
Published: 17th, September 2025 GMT
ট্রেলারে রোমাঞ্চের আভাস ছিল, কিন্তু নির্মাতার প্রথম কাজ কেমন হবে, তা নিয়ে সংশয় থেকেই যায়। তবে অনন্য প্রতীক চৌধুরীর প্রথম পরিচালনা দেখে বোঝার উপায় ছিল না মোটেও। যাঁরা ভিক্ষা করেন, তাঁদের সাধারণত পুরোনো নোটই ভিক্ষা দেওয়া হয়। তবে গল্পটা নতুন নোট নিয়ে। ভিক্ষুককে যখন নতুন নোট দেওয়া হলো, তখন থেকেই সিনেমাটি মোড় নিল এক থ্রিলার গল্পে। ভিক্ষা করাকে কেন্দ্র করে যে এমন গল্প জন্ম নিতে পারে কে জানত! কথা হচ্ছিল সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘নয়া নোট’ নিয়ে। অনন্য প্রতীক চৌধুরী পরিচালিত এই ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর।
একনজরেওয়েব ফিল্ম: ‘নয়া নোট’
ধরন: ড্রামা-থ্রিলার
চিত্রনাট্য ও পরিচালনা: অনন্য প্রতীক চৌধুরী
স্ট্রিমিং: আই স্ক্রিন
রানটাইম: ১ ঘণ্টা ১৩ মিনিট
অভিনয়: নাসির উদ্দিন খান, পার্থ শেখ, নওবা তাহিয়া হোসেন, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী
শহরের শিক্ষিত তরুণ রেহান। ছোটবেলা কেটেছে অভাবে। পঙ্গু বাবার কাছে বড় হয় সে। ছেলেকে বড় করতে গিয়ে বাবাকে অনেকের কাছে হাত পাততে হয়েছে। কিন্তু তাকে নিয়ে বাবার স্বপ্ন ছিল অনেক বড়। ছেলেকে জড়িয়ে ধরে তিনি বলতেন, ‘আমি সারা জীবন হাঁটতে পারি নাই, কিন্তু তুই দৌড়াবি।’ বাবাকে দেওয়া কথা রাখতে নিজের চেষ্টায় চাকরি জোগাড় করে রেহান। কারও ওপর নির্ভর করে চাকরি পেতে চায়নি সে।
রাস্তার পাশে চা খেতে গিয়ে এক ভিক্ষুকের সঙ্গে পরিচয় হয় রেহানের। তাকে দেখে নিজের বাবার কথা মনে পড়ে; চাচা বলে তাকে ডাকে তাঁকে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে বিরুদ্ধে বেইজিং কোনো পদক্ষেপ নেবে না, কারণ ‘তারা এর পরিণতি কী হতে পারে তা জানে’। খবর আনাদোলুর।
রবিবার সিবিএস ৬০ মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (চীনের প্রেসিডেন্ট শি জিনপিং) এবং তার কর্মকর্তারা খোলাখুলিভাবে বলেছেন, ‘ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন আমরা কখনোই কিছু করব না’, কারণ তারা জানে এর পরিণতি কী হবে।”
আরো পড়ুন:
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ক্যারিবীয় জাহাজে আবারো যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
চীন আক্রমণ করলে তিনি মার্কিন বাহিনীকে তাইওয়ানকে রক্ষা করার নির্দেশ দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, “এটি ঘটলে আপনি জানতে পারবেন এবং তিনি (শি জিনপিং) এর উত্তর বোঝেন।”
ট্রাম্প জানান, এশিয়া সফরকালে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে তাইওয়ান প্রসঙ্গটি আসেনি। তাইওয়ান প্রসঙ্গটি বাদ পড়ার ঘটনায় অনেকেই অবাক হয়েছেন।
ট্রাম্প বলেন, “বৈঠকে তিনি (শি জিনপিং) এটি উত্থাপন করেননি, কারণ তিনি এটি বোঝেন ও খুব ভালোভাবে বোঝেন।”
তবে, জিনপিং কী বোঝেন তা ব্যাখ্যা করার জন্য চাপ দেওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “এটি অন্য পক্ষ জানে, কিন্তু আমি এমন কেউ নই যে আপনাকে সবকিছু প্রকাশ্যে বলবো।”
তাইওয়ান ইস্যু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অন্যতম প্রধান উত্তেজনাপূর্ণ বিষয়। বেইজিং তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি প্রদেশ বলে মনে করে, অন্যদিকে তাইপে ১৯৪৯ সাল থেকে স্বাধীনতার উপর জোর দিয়ে আসছে।
ঢাকা/ফিরোজ