সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব (ইসি) আখতার আহমেদ।

তিনি বলেন, “আমি তো বললাম যে, আইনি প্রক্রিয়ায় জিনিসটা আছে। বিষয়টি নিয়ে রিট করা হয়েছে। আদালতে জিনিসটা গেছে। এটা নিয়ে আদালত সিদ্ধান্ত নেবে।”

আরো পড়ুন:

উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচনের প্রচার

চাকসু নির্বাচন: ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সচিব।

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ প্রসঙ্গে ইসি সচিব বলেন, “সীমানা নিয়ে আপনাদের কৌতুহল আছে। সীমানা নিয়ে আমি যতটুকু আমার খবর নিয়েছি, ১৪টা রিট হয়েছে আজকে পর্যন্ত।এখন এটা আদালতের এখতিয়ারাধীন বিষয় বলে আমার মনে হয়।”

তিনি আরো বলেন, “এই বিষয়ে আদালতে যারা রিট করেছে তারাও আদালতের প্রতি আস্থাশীল। আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজেই সেভাবে এই বিষয়ে আদালত থেকে সিদ্ধান্তটা আসুক। সে পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে।”

ঢাকা/আসাদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইস ইস

এছাড়াও পড়ুন:

নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ

আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।

হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?

অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ