Prothomalo:
2025-09-19@08:36:01 GMT

টেস্টে ১০০–তে ১০০

Published: 19th, September 2025 GMT

টেস্টে আর কোনো ব্যাটসম্যান যদি ঠিক ১০০ রানে আউট না হতেন, তাহলে কী দারুণ ব্যাপারই না হতো!

কী হতো? ১০০ রানে আউট হওয়ার ঘটনা থেমে যেত ঠিক ১০০-তেই!

জুলাইয়ে ভারতের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে লোকেশ রাহুল আউট হয়েছেন ঠিক ১০০ রানে। তাতেই ‘১০০’ দেখে ফেলেছে ১০০-তে আউট হওয়ার তালিকা। টেস্ট ক্রিকেট ৯৯তম ১০০-ও দেখেছে এ বছরই। গত জুনে কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে ১০০ রান করে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কাইল ভেরেইনা।

টেস্টে সবচেয়ে বেশিবার ১০০ রানে আউট হয়েছেন লেন হাটন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ১০০ র ন

এছাড়াও পড়ুন:

‘আমার থেকে অর্ধেক বয়সের ছেলেরা এখনো প্রেমের প্রস্তাব দেয়’

‘কাঁহো না… পেয়ার হ্যায়’—প্রথম সিনেমা দিয়েই ঝড় তুলেছিলেন বক্স অফিসে, ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি দিয়ে ঝড় তুলেছিলেন হাজারো তরুণের হৃদয়ে। এরপর নয় নয় করে ২৫ বছর পার হয়েছে, আমিশা প্যাটেল পা দিয়েছেন ৫০-এ। তাঁর অভিনয় ক্যারিয়ার সেভাবে গতি পায়নি, ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে নানা বিতর্ক। ৫০ পেরিয়েও আমিশা এখনো ‘একা’। কেন বিয়ে করেননি সে প্রশ্ন বহুবার শুনতে হয়। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়ে বিয়ে নিয়ে কথা বলেন অভিনেত্রী।

আমিশা জানিয়েছেন যে তিনি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তাঁকে অভিনয় ছেড়ে দিতে বলা হয়েছিল, যা তিনি করতে রাজি ছিলেন না। তিনি আরও যোগ করেন—তিনি এখনো বিয়ের প্রস্তাব পান, এমনকি তাঁর বয়সের অর্ধেকের কম বয়সী পুরুষদের কাছ থেকে।

আমিশা প্যাটেল। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ