পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানো বিতর্কে এবার নতুন মোড়! ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পিসিবির বিরুদ্ধে ‘অশোভন আচরণ’ এবং খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নির্ধারিত এলাকার (পিএমওএ) একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, এশিয়া কাপের নিয়ম লঙ্ঘনের অভিযোগ জানিয়ে পিসিবিকে ই–মেইল পাঠিয়েছে আইসিসি।

এশিয়া কাপ–সংশ্লিষ্ট একটি সূত্র পিটিআইকে বলেছেন, ‘আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা পিসিবিকে চিঠি দিয়ে বলেছেন, ম্যাচের দিনে তাঁরা বারবার বিএমওএয়ের নিয়ম ভেঙেছে। পিসিবি এই ই-মেইল পেয়েছে।’

১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচের শুরু ও শেষে সূর্যকুমার যাদবের দল সালমান আগাদের সঙ্গে হাত মেলায়নি। এ ঘটনায় পিসিবি ম্যাচ রেফারি পাইক্রফটকে দোষারোপ করে তাঁর অপসারণের দাবি জানায় আইসিসির কাছে। আইসিসি তা আমলে না নেওয়ার পর ১৭ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয় পিসিবি। এমনকি ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পিছিয়েও দেওয়া হয়।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পিসিবির সঙ্গে একমত হয়ে আইসিসি রাজি হয় যে ভারত ম্যাচ-সংক্রান্ত বিষয় মেটাতে পাইক্রফট টসের আগে অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে দেখা করবেন।

সূত্র বলে, ‘উদ্দেশ্য ছিল ভারত ম্যাচের টসের সময় যেকোনো ভুল–বোঝাবুঝি বা ভুল যোগাযোগ হয়েছিল, তা দূর করা।’ সূত্র আরও জানায়, পিসিবির পক্ষ থেকে বৈঠকে তাদের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানিকে সঙ্গে নিয়ে আসা হয় এবং তাঁর উপস্থিতি নিয়ে জোরাজুরি করা হয়।

আরও পড়ুনএশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে কখন৪ ঘণ্টা আগে

আইসিসির দুর্নীতিবিরোধী ম্যানেজার পিসিবির মিডিয়া ম্যানেজারকে ঢুকতে দেননি। কারণ, তিনি মুঠোফোনসহ পিএমওএ এলাকায় ঢুকতে চাইছিলেন। সূত্রের বর্ণনায়, তখন পিসিবি হুমকি দেয় যে মিডিয়া ম্যানেজারকে প্রবেশ করতে না দিলে তারা ম্যাচ থেকে সরে দাঁড়াবে। শেষ পর্যন্ত তারা জোর করে বৈঠকের ভিডিও (শব্দ ছাড়া) ধারণ করে, যা ছিল পিএমওএ নিয়মের একটি লঙ্ঘন।

ভারত–পাকিস্তান ম্যাচে টসের সময় দুই অধিনায়ককে হাত মেলাতে বারণ করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট (বাঁয়ে).

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইস স র

এছাড়াও পড়ুন:

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর:এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচে থাকছেন না পাইক্রফট

এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচগুলোয় অ্যান্ডি পাইক্রফটকে সম্ভবত অফিশিয়ালের ভূমিকায় আর দেখা যাবে না। জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে পাকিস্তানের ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হবে। সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।

দুবাইয়ে আজ ‘এ’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচের ম্যাচ রেফারি হিসেবে থাকার কথা ছিল পাইক্রফটের। জিও সুপারের খবর অনুযায়ী, এই ম্যাচে পাইক্রফটকে দেখা যাবে না ম্যাচ রেফারির ভূমিকায়। এর আগে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি পাইক্রফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নইলে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছিল তারা।

আরও পড়ুনএবার সংবাদ সম্মেলন বয়কট করে পাকিস্তানের প্রতিবাদ১২ ঘণ্টা আগে

সূত্রের বরাত দিয়ে খবরে জিও সুপার জানায়, পাইক্রফটকে সরালেই শুধু দল এশিয়া কাপে খেলতে নামবে—এই বার্তা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে পাকিস্তান। গত রোববার দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন পাইক্রফট। টসের সময়, এমনকি ম্যাচ শেষেও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতের কোনো খেলোয়াড় হাত মেলাননি। এ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। আইসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ করেছিল, পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে পাইক্রফট নাকি টসের সময় ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাতে বারণ করেছিলেন। যদিও গতকাল আইসিসি জানিয়েছিল, এই অভিযোগের ভিত্তি নেই। কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে পিসিবি দাবি করে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে যেন এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়া হয়।

এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্ট হওয়ায় আইসিসির কোনো সাংগঠনিক ভূমিকা নেই। তবে ম্যাচ রেফারি নিয়োগ দেয় আইসিসিই। কোনো দায়িত্ব থেকে কাউকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দিতে হলে আইসিসিকেই হস্তক্ষেপ করতে হবে।

পিসিবির মুখপাত্র আমির মির গতকাল জানান, এশিয়া কাপে পাকিস্তান আর মাঠে নামবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ‘আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল (আজ) জানানো হবে। পাকিস্তানের স্বার্থকে সমুন্নত রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে জিও সুপারের খবর সত্য হলে, অর্থাৎ পাইক্রফটকে পাকিস্তানের ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হলে সালমান আগার দলের মাঠে না নামার কোনো কারণ নেই।

আরও পড়ুনপিসিবির দাবি নাকচ আইসিসির, আমিরাত ম্যাচ কি বর্জন করবে পাকিস্তান২০ ঘণ্টা আগে

যদিও গতকাল ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছিল, এশিয়া কাপে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বদলাতে পিসিবির অনুরোধ নাকচ করে দিয়েছে আইসিসি। কিন্তু জিও সুপারের খবরে দাবি করা হয়, এ বিষয়ে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের সঙ্গে এখনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি আইসিসির।

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে অনুশীলন করেছে পাকিস্তান দল। তবে এই ম্যাচের জন্য নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত হননি পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ভারতের বিপক্ষে হারের পরও সংবাদ সম্মেলনে যাননি পাকিস্তান অধিনায়ক।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, পাইক্রফটের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চালিয়েছে এসিসি। সেই তদন্তে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচে পাইক্রফটের আচরণ পক্ষপাতদুষ্ট ছিল। সংবাদমাধ্যমটিকে সূত্র জানিয়েছে, তদন্তে নিশ্চিত হওয়া গেছে ম্যাচের বেশ কিছু পর্যায়ে আচরণবিধি ভেঙেছেন পাইক্রফট।

এসিসির তদন্ত প্রতিবেদনে বলা হয়, টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমানকে মাইক্রোফোনের সুইচ বন্ধ করে তাঁর কথা শুনতে বলেছেন পাইক্রফট, যেটা নিয়মের পরিপন্থী। ভারতের অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে হাত না মেলানোর কথাও সালমানকে বলেন পাইক্রফট। আইসিসির নিয়ম অনুযায়ী, মাঠে অধিনায়ক কিংবা কোনো খেলোয়াড়কে সরাসরি এমন নির্দেশনা দেওয়ার এখতিয়ার নেই ম্যাচ রেফারির।

আরও পড়ুনহাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারিকে সরিয়ে দেওয়ার দাবি পাকিস্তানের১৫ সেপ্টেম্বর ২০২৫

তদন্তে আরও জানা গেছে, ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডে আগে সালমানকে কথা বলতে না দেওয়ার বিষয়টি ছিল ‘পূর্বপরিকল্পিত’। সম্ভাব্য বিতর্কিত প্রতিক্রিয়া এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সামা টিভির কাছে সূত্রের দাবি, ‘অপারেশন সিঁদুর’ কথাটি বললেও ভারতের অধিনায়ক সূর্যকুমারের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেননি পাইক্রফট। খেলোয়াড়ের জরিমানা এড়াতে এই উক্তি নাকি ইচ্ছা করেই এড়িয়ে যাওয়া হয়।

আরব আমিরাত ম্যাচ সামনে রেখে দুবাইয়ে পাকিস্তান দলের অনুশীলনে অধিনায়ক সালমান আগা

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর:এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচে থাকছেন না পাইক্রফট