এবার কি লঙ্কা জ্বালাতে পারবে বাংলাদেশ
Published: 19th, September 2025 GMT
কয়েক বছর ধরে প্রায় নিয়মিতই দেখা হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। আর সেই ম্যাচগুলোর উত্তেজনা ও নানা ঘটনাপ্রবাহ ইদানীং বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইটাকে এশিয়ান ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথও বানিয়ে তুলেছে। গত জুলাইয়েই শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তাঁদের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে এসেছিল বাংলাদেশ।
এবার এশিয়া কাপের গ্রুপ পর্বে যদিও বাংলাদেশ হেরে যায় শ্রীলঙ্কার কাছে। কী কাকতাল, তারপর বাংলাদেশের ভাগ্যও চলে গিয়েছিল লঙ্কানদের হাতে। শ্রীলঙ্কা অবশ্য নিরাশ করেনি বাংলাদেশকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে তারা সুপার ফোরে উঠেছে বাংলাদেশকে নিয়েই। এক দিন আগে বাংলাদেশের সমর্থকেরা শ্রীলঙ্কার জয় প্রার্থনা করেছেন। তবে এক দিন পরই আবার তাদের হার চাইবেন সেই সমর্থকেরা, কারণ আগামীকালই সুপার ফোরে আবার মুখোমুখি হচ্ছে দুই দল।
আবুধাবিতে গতকাল আফগানিস্তানকে হারানোর পর শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিসের উদ্যাপন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বড় লড়াইয়ে নামছে বাংলাদেশ। ২০২৬ সালের মার্চ মাসে পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসছে। সফরে থাকছে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনটি ওয়ানডে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো- এই সিরিজে কোনো টি–টোয়েন্টি ম্যাচ থাকছে না। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সংশ্লিষ্ট একটি সূত্র।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ফেব্রুয়ারি ৭ থেকে মার্চ ৮ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি। যেখানে অংশ নেবে মোট ২০টি দল।
আরো পড়ুন:
মিরপুরের উইকেটের পরিবর্তনে বড় সিদ্ধান্ত, সরানো হলো গামিনিকে
বিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
প্রাথমিক সূচি অনুযায়ী, পাকিস্তান দল ঢাকায় পা রাখবে মার্চের ২৩ তারিখে। তিন দিন পর, অর্থাৎ ২৬ মার্চ শুরু হবে টেস্ট সিরিজ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুইটি টেস্ট ম্যাচ। এরপর সিরিজের ওয়ানডে পর্বের জন্য চট্টগ্রামকে রাখা হয়েছে ভেন্যু হিসেবে। সেখানেই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।
এদিকে, চলমান এশিয়া কাপে সুপার ফোরে আগামী ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে টাইগারদের লড়াই রয়েছে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে।
ঢাকা/আমিনুল