রাজধানীর মিরপুরে ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরল পুলিশ
Published: 19th, September 2025 GMT
রাজধানীর মিরপুরে কলেজছাত্রের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের পরপরই ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মিরপুর–২ নম্বরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে এ ঘটনা ঘটে।
এ সময় ছিনতাই হওয়া টাকা ও মুঠোফোন উদ্ধারের পাশাপাশি একটি চাকু ও মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইফ আহমেদ (২৮) ও সিফাতুল হক (২৯)।
আজ শুক্রবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
একপর্যায়ে ছিনতাইকারীরা চাকুর ভয় দেখিয়ে রাতিমের কাছ থেকে মুঠোফোন ও ৪৫০ টাকা ছিনিয়ে নেন। এ সময় রাতিম ও তাঁর বন্ধু চিৎকার দিলে টহল পুলিশ ছুটে আসে এবং ধাওয়া করে সাইফ ও সিফাতুলকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে মুঠোফোন ও টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সুইচ গিয়ার চাকু।
ওসি সাজ্জাদ রোমন বলেন, কলেজছাত্র রাতিম দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে। গ্রেপ্তার দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে ২০ কেঁজি গাঁজাসহ গ্রেপ্তার ২
বন্দরে ঢাকাগামী একটি নীল রং এর পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে ২০ কেঁজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, ঢাকা কেরানীগঞ্জ থানার রামেরকান্দা এলাকার রিপন মিয়ার ছেলে মারুফ (২০) ও একই থানার বাঘাতর এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে জিহাদ (১৯)।
গাঁজা উদ্ধারের ঘটনায় র্যাব-১১ কর্মরত পুলিশ পরির্দশক (শহর ও যানবাহন) আবু হাসান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে চট্রগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি মারুফ ও জিহাদ দীর্ঘ দিন ধরে অবাধে মাদক পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।