ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩
Published: 19th, September 2025 GMT
পটুয়াখালীর বাউফলে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুস চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
ফরিদপুরে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়ার ঘটনায় গ্রেপ্তার ১
হবিগঞ্জে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
আহতরা হলেন- খোরশেদ খান (৫৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) ও ছেলে রায়হান খান (২২)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মোর্শেদা বেগমের ছাগল প্রতিবেশী মর্জিনা বেগমের কাঁঠাল গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে দুপুরে মর্জিনা বেগম, তার স্বামী সবুজ হাওলাদার ও ছেলে সজীব হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাদের কুপিয়ে গুরুতর জখম করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে মর্জিনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘তারা নিজেরা নিজেদের আঘাত করে আহত হয়েছে। তাদের ছাগল আমাদের নতুন লাগানো সব গাছ খেয়ে ফেলেছে। এ বিষয়ে জানতে চাইল উল্টো আমাদের গালাগালি ও হুমকি দিয়েছে।’’
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান বলেন, ‘‘এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/ইমরান/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একঝলক (১৯ সেপ্টেম্বর ২০২৫)
ছবি: সাজেদুল আলম