কাঞ্চনকে অশ্লীল ভাষায় গালিগালাজ, থানায় মামলা
Published: 19th, September 2025 GMT
টলিউডের তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ট্রল, বিতর্ক যেন তাদের নিত্যসঙ্গী। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নোংরা ভাষায় আক্রমণের শিকার হন তারা। এবার কাঞ্চন মল্লিকের মাকে নিয়ে ‘নোংরা’ ভাষায় মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন এক নারী; যা থানা পর্যন্ত গড়িয়েছে।
শ্রীময়ী চট্টরাজের একটি পোস্টে বিদিশা মুখার্জি নামে একজন মন্তব্য করেন, “তোর বর একটা খা** ছেলে।” এ মন্তব্য শ্রীময়ীর নজর এড়ায়নি। জবাবে এই অভিনেত্রী লেখেন, “একদম আপনার বরের মতো। নিজের বর থাকতে আপনি অন্যের বরকে কেন গালি দিচ্ছেন বলুন তো? আমার বরকে নিজের বেডরুমে চেয়েছিলেন না কি? আমার বর নিশ্চয়ই অ্যালাউ করেনি, তাই এত জ্বালা!”
আরো পড়ুন:
শামীম হাসানের নতুন সিদ্ধান্ত, ইরফান সাজ্জাদের সতর্কবার্তা
আলোচিত হানিয়া কেন ঢাকায় আসছেন?
পরে শ্রীময়ী চট্টরাজ বিদিশা নামে ওই নারীর ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, “চরম কিছু না হলে সাধারণত কোনো বিষয়ে এতটা রিঅ্যাক্ট করি না। অনেকেই আমাদের পোস্টে এসে মজার সব মন্তব্য করেন, আমরা সেগুলো দেখে হাসি কিংবা এড়িয়ে যাই। তবে এবার বাধ্য হলাম মুখ খুলতে। কারণ অশ্লীল শব্দ প্রয়োগ করে এই মহিলা নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন! পেশায় নিজেকে রূপটান শিল্পী হিসেবে দাবি করেছেন। কিন্তু উনি কেমন শিল্পী আমার জানা নেই। অন্য কাউকে কীভাবে সুন্দর করে তুলবেন, নিজের মন মানসিকতাই তো নোংরা।”
বিষয়টি এখানেই শেষ হয়নি। ক্ষুব্ধ অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক কলকাতার উত্তরপাড়া থানায় মামলা দায়ের করেছেন। ভারতীয় একটি গণমাধ্যমে কাঞ্চন মল্লিক বলেন, “আমার স্বর্গীয় মা কী অপরাধ করেছেন যে, এইরকম নোংরা ন্যাক্কারজনক মন্তব্য ধেয়ে আসবে। এই নিগ্রহের প্রতিবাদ জানিয়ে উত্তরপাড়া থানায় মামলা দায়ের করেছি।”
প্রথমে সাইবার ক্রাইমে ই-মেইল মারফত অভিযোগ জানান কাঞ্চন। পরবর্তীতে জানতে পারেন যে, নারী এই কুরুচিপূর্ণ মন্তব্যটি করেছেন, তিনিও উত্তরপাড়ার বাসিন্দা। পেশায় রূপচর্চাশিল্পী। কাঞ্চন মল্লিক বলেন, “এটাও তো এক ধরনের নিগ্রহ। দিনের পর দিন চলে আসছে। আর এড়িয়ে যাওয়া নয়, এবার প্রতিবাদ হোক।”
মামলার খবর বিদিশা নামে ওই নারীর কানে পৌঁছেছে। ফলে শ্রীময়ীর ফেসবুকে পোস্টে ক্ষমা চেয়ে লেখেন, “ম্যাম, সরি কালকের মন্তব্যের জন্য। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন প্লিজ। আর ভুল হবে না।” তবে মন গলেনি শ্রীময়ীর। বরং প্রচলিত আইনে শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র কর ছ ন
এছাড়াও পড়ুন:
হঠাৎ বিয়ে, বরের সঙ্গে ছবি প্রকাশ করলেন ফারিয়া
‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল-আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিয়ে বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।’ শুক্রবার নিজের বিয়ের খবর জানিয়ে এমন মন্তব্য করেন অভিনেত্রী শবনম ফারিয়া।
বিয়ে করলেন শবনম ফারিয়াজনপ্রিয় এ অভিনেত্রী জানালেন, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত একটি মসজিদে তিনি ও তানজিম তৈয়ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ সময় দুই পরিবারের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
ফারিয়া জানালেন, একেবারেই হঠাৎ সিদ্ধান্ত সীমিত উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাইয়েছেন। ফারিয়ার পাত্রের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
কথা প্রসঙ্গে ‘দেবী’ সিনেমার অভিনেত্রী জানালেন, বিয়ের সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় তাঁর একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কারণ, তিনি দেশের বাইরে আছেন। বললেন, ‘তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ে–পরবর্তী একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।’
ডিভোর্স নিয়ে যা বললেন ফারিয়াশবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শকপ্রিয়তা। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে তাঁর অভিষেক হয় বড় পর্দায়ও। এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। আনুষ্ঠানিক বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হন ফারিয়া ও অপু।