পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির গত ২৬ নভেম্বরের ডি-চক বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ১৩ মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। বিচারক তাহির আব্বাস সুপ্রা ৫ হাজার রুপির জামিনদার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।  

মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়, রেঞ্জার্স দুর্ঘটনা মামলায় বুশরা বিবিকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। 

এদিকে বুশরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ইমরান ও আমার সঙ্গে যা ঘটেছে, তাতে আইনের ওপর আস্থা হারিয়েছে। আদালতের ওপর আস্থা হারিয়েছে। তার এমন মন্তব্যের জবাবে বিচারক সুপ্রা আশ্বস্ত করে বলেন, সব জায়গা থেকে আস্থা হারিয়ে যায়নি। বিচার ব্যবস্থা যেমন আছে, তেমনই কাজ করছে। এটা শেষ হলে সমাজ শেষ হয়ে যাবে। সামাটিভি।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধা প্রদান করবে।

সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মো. তৌহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ