শেখ হাসিনা সরকারের আমলে ছিলেন ‘আওয়ামী লীগার’। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোল পাল্টাতে সময় নেননি খায়রুজ্জামান খাজা। জেলা বিএনপির শীর্ষ এক নেতার সমর্থক পরিচয়ে ফরিদপুর সদরে এখন তিনি যুবদল নেতা ‘সেজেছেন’। নতুন উদ্যমে কানাইপুর ইউনিয়নে খুনোখুনি, আধিপত্য বিস্তার, চাঁদাবাজিতে জড়িয়েছেন। ‘খাজা বাহিনী’ এখন আরও বেপরোয়া।

সর্বশেষ গেল ১০ জানুয়ারি এই বাহিনী কেড়ে নিয়েছে কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছোট ছেলে ওবায়দুর খানের প্রাণ। খাজার বড় ভাই কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাফ হুসাইন। হাসিনা সরকারের আমলে বড় ভাইয়ের আশকারা আর আওয়ামী লীগ-যুবলীগের আশ্রয়-প্রশ্রয়ে হত্যা, গুম, খুন, চুরি, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি– এমন কোনো অপকর্ম নেই, যা খাজা করেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পরও তাঁর বাহিনীর অত্যাচার-নির্যাতন থেমে নেই; উল্টো বেড়েছে।

গেল ১০ জানুয়ারি কানাইপুর মমতাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল কিনতে গিয়েছিলেন ওবায়দুর। খাজার নেতৃত্বে ১০ থেকে ১৫ যুবক সেখান থেকে ওবায়দুরকে মারধর করে তুলে নিয়ে যায়। পরে ফরিদপুর জুট ফাইবার্সের পেছনে নিয়ে নির্মম নির্যাতন চালায়। তখন ওবায়দুরের দুই চোখে পেরেক দিয়ে খোঁচানো হয় এবং বাঁ পায়ের রগ কাটা হয়। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ওবায়দুর। এ ঘটনার পরদিন খাজাকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন ওবায়দুরের মা রেখা বেগম।

ওবায়দুরের বড় ভাই রাজীব খান বলেন, ‘খাজার বিভিন্ন অপকর্ম দেখে আমার ভাই প্রতিবাদ জানাত। এ কারণে ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে হত্যা করেছে। এর আগেও আমার ভাইকে পাঁচবার মারার চেষ্টা চালায় খাজা বাহিনী।’

খাজার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হলেও রাজনৈতিক প্রভাবে বারবার জামিনে বের হয়ে আসেন। এরপর ফের শুরু করেন নানা অপকর্ম। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আবদুর রহমানের হস্তক্ষেপে একটি সাজাপ্রাপ্ত মামলায় খালাস পেয়ে বেরিয়ে আসেন। আবদুর রহমানের আস্থাভাজন ও ঘনিষ্ঠ হওয়ায় সে সময় তিনি আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন। কানাইপুরে যুবলীগ নেতা পরিচয়ে আধিপত্য বিস্তার করেন। 

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খাজা জেলা বিএনপির শীর্ষ এক নেতার সমর্থক বনে যান। গত ১৮ ডিসেম্বর যুবদল নেতার ব্যানারে মিছিল দিয়ে নিজেকে যুবদল নেতা হিসেবে জাহির করেন। শুরু করেন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি। তাঁর দলে না ভিড়লে দিতে হয় চাঁদা। টাকা না দিলে ছাড়তে হয় এলাকা। এভাবেই গত কয়েক দিনে অন্তত কোটি টাকার চাঁদাবাজি করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানিয়েছেন।

এদিকে ওবায়দুর হত্যার পর মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী। কোশাগোপালপুর গ্রামের বাসিন্দা লাবলু মোল্যা বলেন, ‘আমাকে তার দলে যোগ দিতে বলে। যোগ না দেওয়ায় আমাকে তিন লাখ টাকা জরিমানা করে খাজা। টাকা না দিলে আমার জমি বিক্রি করে টাকা নেওয়ার পাশাপাশি মেরে ফেলারও হুমকি দেয়। আজ যেমন ওবায়দুরকে মেরে ফেলেছে, কাল আমাকেও মেরে ফেলতে পারে। এই খাজার কারণে কানাইপুরের মানুষ রাতে ঘুমাতে পারছে না।’

এ ব্যাপারে খায়রুজ্জামান খাজার সঙ্গে কথা বলার চেষ্টা করে সমকাল। তবে পালিয়ে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

কোতোয়ালি থানার ওসি মো.

আসাদউজ্জামান বলেন, ‘খাজাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ 

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র র আওয় ম

এছাড়াও পড়ুন:

মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে  চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার