এমবাপ্পে মেসিকে হিংসা করতো: নেইমার
Published: 17th, January 2025 GMT
ব্রাজিলের তারকা নেইমার জানিয়েছেন, ২০২১ সালে লিওনেল মেসি যখন পিএসজিতে যোগ দেন তখন কিলিয়ান এমবাপ্পে তাকে কিছুটা হিংসা করতেন। অবশ্য সেটার কারণ ছিলেন নেইমার নিজে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক পডকাস্টে তিনি এমনটাই বলেছেন সাবেক পিএসজি তারকা।  
পডকাস্টে বিশ্বকাপ জয়ী রোমারিও ৩২ বছর বয়সী নেইমারকে জিজ্ঞাসা করেন এমবাপ্পে কি বিরক্তিকর? জবাবে নেইমার বলেন, ‘‘না, সে বিরক্তিকর নয়। তার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তার সঙ্গে আমার কিছুটা ঝামেলা ছিল। কিন্তু সে আমাদের দলের জন্য অপরিহার্য ছিল। তাকে আমি গোল্ডেন বয় বলে ডাকতাম।’’
‘‘আমি সব সময় তার সঙ্গে খেলেছি। সে বিশ্বের অন্যতম সেরা হওয়ার দৌড়ে ছিল। আমি সর্বদা সহায়তা করতাম, তার সঙ্গে কথা বলতাম। মাঝে মাঝে সে আমার বাসায় আসতো। আমরা একসঙ্গে রাতের খাবার খেতাম। আমাদের মধ্যে খুব ভালো সময় কেটেছিল। কিন্তু যখন মেসি আসলো তখন সে কিছুটা হিংসুটে হয়ে উঠলো। সে আসলে চাইতো না আমার সঙ্গে অন্য কারও খুব ভালো সম্পর্ক তৈরি হোক। আমাদের দুজনের মধ্যে অন্য কেউ আসুক। এরপর আমাদের মধ্যে ঝামেলা হলো। আমাদের আচরণে পরিবর্তন আসলো।’’
আরো পড়ুন:
‘ফার্গি টাইমে’ ম্যাচ জিতে আমোরিম জানালেন ম্যানইউ ভালো খেলেনি
এন্ড্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল
এমবাপ্পে মোনাকো থেকে ২০১৭ সালে পিএসজিতে যোগ দিয়েছিল। একই বছর নেইমারও রেকর্ড দল বদল ফিতে বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছিলেন পিএসজিতে। তাদের দুজনকে পিএসজি দলে নিয়েছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার জন্য। যদিও সেটা এখনও তাদের জেতা হয়নি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল এমব প প
এছাড়াও পড়ুন:
হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণ ও সহযোগিতায় বিশ্বাসী টিম ডিরেক্টর রাজ্জা
সংবাদ সম্মেলন তখন শেষ। আব্দুর রাজ্জাককে মনে করিয়ে দেওয়া হলো, ‘‘বাংলাদেশ দলের টিম ডিরেক্টর কিন্তু টসেও ইনপুট দিতেন। আপনি কি…?’’ রাজ্জাক মুখে হাসি আটকে রাখেন। এই পদে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে দায়িত্ব পাওয়া রাজ্জাক স্রেফ এতোটুকুই বলতে পারেন, ‘‘আমাদের থেকে এমন কিছু কখনোই দেখতে পারবেন না। আমরা নতুন কিছু নিয়ে ভাববো।’’
জাতীয় দলকে নিয়ে সেই ভাবনা থেকেই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড একজনকে টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে। সাম্প্রতিক সময়ের জাতীয় পুরুষ দলের ব্যর্থতার কারণে আলোচনা হচ্ছিল, ক্রিকেট পরিচালনা বিভাগের ওপরে একটি ছায়া বিভাগ থাকবে যারা সরাসরি জাতীয় দল পর্যবেক্ষণ করবে।
সেই ছায়া বিভাগে সাবেক ক্রিকেটাররাই থাকবেন। প্রথম টিম ডিরেক্টর হিসেবে রাজ্জাক পেলেন দায়িত্ব। কেন টিম ডিরেক্টর নিয়োগ দেওয়ার প্রয়োজন অনুভব হলো সেই প্রশ্ন করা হয় তাকে। নাজমুল হাসান বোর্ড সভাপতির দায়িত্বে থাকার সময় টিম ডিরেক্টর পদটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ এই দায়িত্ব পালন করেছেন বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে। দলের সঙ্গে গভীরভাবে মিশে যেতেন তিনি। টস থেকে শুরু করে টিম মিটিংয়ে দিতেন ইনপুট। যা নিয়ে পরবর্তীতে অভিযোগ করেছিলেন কোচ ও অধিনায়ক।
তবে রাজ্জাক নিজের কাজ, পরিধি এবং দায়িত্ব সম্পর্কে সচেতন বলেই নিশ্চিত করলেন,"অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরের মতোই হবে আমার কাজ। আমি সব কিছু পর্যবেক্ষণ করব, সব কিছুতে নজর রাখব। আর কখনও যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন, তাহলে সেটিও দেওয়ার চেষ্টা করব। তাদের সাহায্য প্রয়োজন হলে আমি করব।"
"ক্রিকেট বোর্ডের মনে হয়েছে, দলের সঙ্গে একজন টিম ডিরেক্টর থাকলে ভালো হবে। এই পদটি কিন্তু আগেও ছিল। অনেক দিন ধরেই ছিল। সাম্প্রতিক সময়ে বোর্ড পরিচালকের সংখ্যা কম থাকায় হয়তো দলের সঙ্গে কেউ যায়নি। তবে এর আগে প্রায় সিরিজেই দলের সঙ্গে টিম ডিরেক্টর থাকত।" - যোগ করেন তিনি।
ঢাকা/ইয়াসিন