ধামরাইয়ে বিএনপির জনসভায় ঐক্যের ডাক
Published: 17th, January 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তমিজ উদ্দিন বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নে ৩১ দফা দিয়েছেন, আর দলের প্রতিষ্ঠাতা দেশের মানুষের জন্য ১৯ দফা দিয়েছিলেন। সেই ১৯ দফারই বর্ধিত হিসেবে ৩১ দফা দেওয়া হয়েছে। যেখানে নাগরিক স্বাধীনতা, মানুষের ভাগ্যোন্নয়নসহ নানা বিষয় রয়েছে। এটি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, দুপুরের দিকে বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানসহ মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।
তমিজ উদ্দিন বলেন, “শহীদ জিয়ার হাত ধরে আমার বিএনপিতে যোগ দেওয়া। প্রথম গ্রাম সরকার প্রধান ছিলাম, ধামরাইয়ে বিভিন্ন সময় নির্বাচন করেছি, বিপুল ভোটে জয়লাভ করেছি। এখানে এরশাদের আমলে একবার ও আওয়ামী লীগ আমলে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এখানে গোছানো সবকিছু রয়েছে। এখানে বিএনপি অনেক গোছানো ও শক্তিশালী।”
তিনি বলেন, “আজ যে জনসভা হয়েছে, একটা ইউনিয়নের সেখানে অন্তত ছয় হাজার মানুষ যোগ দিয়েছেন। ১৬ ইউনিয়ন ও পৌরসভায় অসংখ্য নেতাকর্মী রয়েছে, বিএনপিসহ অন্যান্য অঙ্গ সংগঠনও কাজ করছে। আমরা আগামীতে ধামরাইয়ে বিএনপির বিজয় দেখব বলে প্রত্যাশা করি। এজন্য দলের শীর্ষ নেতারা যে ঐক্যের ডাক দিয়েছেন, আমরা সেই ডাক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।”
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল হক, সহসভাপতি রাকিবুল হাসান ফরহাদসহ আরও অনেকে।
এতে যুবদল নেতা মো.
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
আশুলিয়ায় বিএনপির জনসভা ও এনসিপির পদযাত্রা আজ, নিরাপত্তা জোরদার
সাভার উপজেলার আশুলিয়ার কাছাকাছি স্থানে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পৃথক কর্মসূচি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার দুপুরের পর আশুলিয়ায় শ্রীপুর এলাকায় বিএনপির জনসভা করার কথা আছে। সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বাইপাইল এলাকায় বিকেলে পদযাত্রা ও পথসভার কর্মসূচি রয়েছে এনসিপি।
বিএনপির নেতা-কর্মীরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সম্মানে আজ বেলা ৩টার দিকে শ্রীপুরের দারুল ইহসান মাদ্রাসা মাঠে জনসভা করবে দলটি। ঢাকা জেলা বিএনপির আয়োজনে এই সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা আছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ ছাড়া সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ একাধিক কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকতে পারেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সভা পরিচালনা করবেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
নিপুণ রায় প্রথম আলোকে বলেন, তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ছাত্র-জনতা-শ্রমিকসহ সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। তাঁর নির্দেশনায় জনগণের স্বার্থ, অধিকার আদায় ও প্রতিষ্ঠার নির্দেশনা থাকবে। কাছাকাছি দূরত্বে এনসিপির কর্মসূচির বিষয়ে বিএনপির এই নেতা বলেন, একে অপরের প্রতি সম্মান দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের কর্মসূচি দেবে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করবে—এটাই রাজনৈতিক সৌন্দর্য। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তবে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবার মধ্যে ঐক্য থাকতে হবে। একে অপরের সঙ্গে কথা বলে কর্মসূচির সময়টি আগে পরে নির্ধারণ করা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাত প্রথম আলোকে বলেন, বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইলে পদযাত্রা ও সভা অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় একাধিক নেতা-কর্মী উপস্থিত থাকবেন। কাছাকাছি দূরত্বে বিএনপির সমাবেশ হলেও সময় ভিন্ন হওয়ায় কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
বাইপাইলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী সার্ভিস লেনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভার জন্য তৈরি মঞ্চ