ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একটি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলায় শেষ পর্যন্ত টিকটকের বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির শীর্ষ আদালত। শুক্রবার সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ বলছে, চীনের মালিকানাধীন টিকটক প্ল্যাটফর্ম তাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। এর কারণে ক্ষুণ্ন হচ্ছে ব্যবহারকারীদের তথ্য-উপাত্তের নিরাপত্তা। যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধে গত বছর কংগ্রেসে একটি আইন পাস হয় এবং তাতে প্রেসিডেন্ট বাইডেন স্বাক্ষর করেন। আইনটিতে বলা হয়েছে টিকটকের মূল কোম্পানি, চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ১৯ জানুয়ারির মধ্যে, অর্থাৎ নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগের দিন, তার মার্কিন অপারেশন বিক্রি করতে হবে। নতুবা এটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে হবে।

টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে একটি। প্রায় ১৭ কোটি আমেরিকান এই অ্যাপ ব্যবহার করে - যা দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক। এদের মধ্যে অনেক তরুণও রয়েছে। 

আদালত জানিয়েছে, গত বছর কংগ্রেসে দ্বিদলীয় সংখ্যাগরিষ্ঠতায় পাস হওয়া এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আইনটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করেনি। 

যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী বাকস্বাধীনতার সরকারি সংকোচনের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। আবেদনকারীর দাবি ছিল, সরকারের পদক্ষেপ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন।

আদালত বলেছে, “কোনো সন্দেহ নেই যে, ১৭ কোটিরও বেশি আমেরিকানের জন্য, টিকটিক অভিব্যক্তি প্রকাশের একটি স্বতন্ত্র ও বিস্তৃত পথ, সম্পৃক্ততার মাধ্যম। কিন্তু কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে টিকটকের তথ্য সংগ্রহের পদ্ধতি এবং বিদেশি প্রতিপক্ষের সাথে সম্পর্কের বিষয়ে তাদের সমর্থিত জাতীয় নিরাপত্তা উদ্বেগগুলো মোকাবেলা করার জন্য এর বিচ্ছিন্নতা প্রয়োজন। পূর্বোক্ত কারণগুলোর জন্য, আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে, চ্যালেঞ্জকৃত বিধানগুলো আবেদনকারীদের প্রথম সংশোধনীর অধিকার লঙ্ঘন করে না।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণ ও সহযোগিতায় বিশ্বাসী টিম ডিরেক্টর রাজ্জা

সংবাদ সম্মেলন তখন শেষ। আব্দুর রাজ্জাককে মনে করিয়ে দেওয়া হলো, ‘‘বাংলাদেশ দলের টিম ডিরেক্টর কিন্তু টসেও ইনপুট দিতেন। আপনি কি…?’’ রাজ্জাক মুখে হাসি আটকে রাখেন। এই পদে আসন্ন আয়ারল‌্যান্ড সিরিজে দায়িত্ব পাওয়া রাজ্জাক স্রেফ এতোটুকুই বলতে পারেন, ‘‘আমাদের থেকে এমন কিছু কখনোই দেখতে পারবেন না। আমরা নতুন কিছু নিয়ে ভাববো।’’ 

জাতীয় দলকে নিয়ে সেই ভাবনা থেকেই ‍আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড একজনকে টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে। সাম্প্রতিক সময়ের জাতীয় পুরুষ দলের ব‌্যর্থতার কারণে আলোচনা হচ্ছিল, ক্রিকেট পরিচালনা বিভাগের ওপরে একটি ছায়া বিভাগ থাকবে যারা সরাসরি জাতীয় দল পর্যবেক্ষণ করবে।

সেই ছায়া বিভাগে সাবেক ক্রিকেটাররাই থাকবেন। প্রথম টিম ডিরেক্টর হিসেবে রাজ্জাক পেলেন দায়িত্ব। কেন টিম ডিরেক্টর নিয়োগ দেওয়ার প্রয়োজন অনুভব হলো সেই প্রশ্ন করা হয় তাকে। নাজমুল হাসান বোর্ড সভাপতির দায়িত্বে থাকার সময় টিম ডিরেক্টর পদটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ এই দায়িত্ব পালন করেছেন বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে। দলের সঙ্গে গভীরভাবে মিশে যেতেন তিনি। টস থেকে শুরু করে টিম মিটিংয়ে দিতেন ইনপুট। যা নিয়ে পরবর্তীতে অভিযোগ করেছিলেন কোচ ও অধিনায়ক।

তবে রাজ্জাক নিজের কাজ, পরিধি এবং দায়িত্ব সম্পর্কে সচেতন বলেই নিশ্চিত করলেন,"অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরের মতোই হবে আমার কাজ। আমি সব কিছু পর্যবেক্ষণ করব, সব কিছুতে নজর রাখব। আর কখনও যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন, তাহলে সেটিও দেওয়ার চেষ্টা করব। তাদের সাহায্য প্রয়োজন হলে আমি করব।"

"ক্রিকেট বোর্ডের মনে হয়েছে, দলের সঙ্গে একজন টিম ডিরেক্টর থাকলে ভালো হবে। এই পদটি কিন্তু আগেও ছিল। অনেক দিন ধরেই ছিল। সাম্প্রতিক সময়ে বোর্ড পরিচালকের সংখ্যা কম থাকায় হয়তো দলের সঙ্গে কেউ যায়নি। তবে এর আগে প্রায় সিরিজেই দলের সঙ্গে টিম ডিরেক্টর থাকত।" - যোগ করেন তিনি।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত নিবন্ধ