কুবিতে ইনকিলাব মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Published: 20th, January 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধারণ করে গড়ে ওঠা সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সব ক্ষেত্রে ভারতের আগ্রাসন রোধ, সব ধরনের অপ-রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করার পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের কমিটির কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণে আমাদের সাংস্কৃতিক জায়গায় কাজ করছি। সে লক্ষ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করতে আগ্রহী, তাদের নিয়ে এ মতবিনিময় সভা।”
তিনি আরও বলেন, “গত ৫ আগস্ট পরবর্তী যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে যেন সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই মূলত আলোচনা করা। আমরা কেন্দ্রীয়ভাবে ১৩টা উইং করেছি, যেগুলো প্রত্যেকটি সেক্টরে জুলাইকে ধারণ করে কাজ করবে। এ বিপ্লবকে ধারণ করে বাংলাদেশ যাতে নিজস্ব শক্তি-সামর্থে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে আমরা এখানে কথা বলেছি।”
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মো.
তিনি বলেন, “তারা আমাদের প্রাথমিক ধারণা দিয়েছেন কীভাবে ইনকিলাব মঞ্চ কাজ করবে এবং ক্যাম্পাসের কাজকে গতিশীল করবে। আলোচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন, তারাও স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত দিয়েছেন।”
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।