ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির ২০২৫-২৭ মেয়াদে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে চ্যানেল আইয়ের আহসান কামরুল ও সাধারণ সম্পাদক হিসেবে সময় টিভির সজিব খান নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে চ্যানেল আইয়ের আকতার হাবিব ও রূপালী বাংলাদেশেন সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরটিভির রফিকুল ইসলাম ও আইএনবির আবু রায়হান অর্নব, সাংগঠনিক সম্পাদক পদে জনকণ্ঠের নাজমুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মানবকণ্ঠের আশরাফ তানভীর, কোষাধ্যক্ষ চ্যানেল-২৪ এর জাহিদ হাসান, দফতর সম্পাদক সময় টিভির ওমর ফারুক, আইন সম্পাদক দেশের ডাক'র আমজাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিউজ টুয়েন্টিফোর টিভির জুবায়ের আহমাদ সাব্বির, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পিআইবির শিপন মীর, কর্মসংস্থান সম্পাদক পদে ঢাকা ট্রিবিউনের আরিফুল ইসলাম সাব্বির, কল্যাণ সম্পাদক বিটিভি নিউজের রিয়াদ মোস্তফা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে বাংলাভিশনের নাজমুল নিশান, নারী বিষয়ক সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ'র ফারহানা বহ্নি।

আরো পড়ুন:

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা মামলায় ৩ সাংবাদিক খালাস

দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধের প্রতিবাদ ডিআরইউয়ের

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন প্রতিদিনের বাংলাদেশ'র আহমেদ ফেরদাউস খান, আজকের পত্রিকার শিহাব আহমেদ, একুশে সংবাদের সম্রাট কবির, কিন্ডারবুকস'র জাকির উসমান, যমুনা টিভির সাইফ আহমেদ সনি এবং আজকের পত্রিকার হাসান সিকদার। 

ঢাকা/মামুন/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহম দ

এছাড়াও পড়ুন:

সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না, মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 'আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই-বাছাই না করে শেয়ার করে দেওয়া হয়। অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই।'

সিইসি বলেন, 'দয়া করে সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না। এই মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন। তথ্যটা যেন আগে যাচাই করে তারপরে শেয়ার করেন।'

আজ সোমবার রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সিইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ভুয়া সংবাদের প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ রোধে করণীয় সম্পর্কে তিনি এসব কথা বলেন।

থানা আনসার কোম্পানি/প্লাটুন সদস্যদের আনসার মৌলিক প্রশিক্ষণের (৪র্থ ধাপ) সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ দেখা মাত্রই নাগরিকদের যাচাইবাছাই করতে আহ্বান জানান সিইসি। নিশ্চিত হওয়ার আগে শেয়ার না করতে বলেন তিনি।

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আনসার ভিডিপির ভূমিকাকে মূল শক্তি বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, 'এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন। এবং আমাদের হিসেব করতে গেলে প্রথম এদেরকেই হিসেব করতে হয় যে, কতজন আনসার ভিডিপি সদস্য আমরা মোতায়েন করতে পারব। মূল কাজটা আঞ্জাম (সম্পাদন) দিতে হয় কিন্তু আনসার এবং ভিডিপির সদস্যদের।'

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। নির্বাচনকালীন জনগণের নিরাপত্তা, ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আনসার বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানান তিনি। নির্বাচনে দেশজুড়ে প্রায় ৬ লাখ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বপালন করবেন বলেন মহাপরিচালক।

অনুষ্ঠানে মহড়ায় ঢাকা মহানগর আনসারের চারটি জোনের অধীন প্রশিক্ষণপ্রাপ্ত ৩২০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।  আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা টহল, দায়িত্ব বণ্টন ও জরুরি প্রতিক্রিয়া অনুশীলনে অংশ নেন।

মহড়ায় ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে পৌঁছে দেওয়া, ভোটারদের শৃঙ্খলাবদ্ধভাবে ভোট প্রদানে সহায়তা, জাল ভোট প্রতিরোধ, প্রিসাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা এবং সেনা, বিজিবি, র‍্যাব ও পুলিশের সঙ্গে দ্রুত সমন্বয়ের প্রস্তুতি নেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত নিবন্ধ