ভারতের ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে যৌথ নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৬ নকশাল সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে নোয়াপাড়া জেলা এবং ছত্তিশগড়ের গাড়িয়াবন্ধ জেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, সীমান্ত এলাকাযর জঙ্গলে নকশাল বাহিনীর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় বন্দুকযুদ্ধে ১৬ জন নকশাল সদস্য নিহত হয়। অভিযানে প্রচুর অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এই সংঘর্ষে প্রাণ হারিয়েছে জয়ারাম রেড্ডি ওরফে চালাপাঠি নামে সিনিয়র নকশাল কমান্ডার। যার মাথার দাম ধার্য করা হয়েছিল ১ কোটি রুপি। 

ওড়িশা পুলিশ জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নকশাল সদস্যদের খোঁজে আরও অভিযান চলছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি

ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম  সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন। 

এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার  ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত  উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে  চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ  পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি,  এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম  জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ