‘৯’ গোলের মহারণে জয়ী বার্সা, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে
Published: 22nd, January 2025 GMT
বেনফিকা ৪-৫ বার্সালোনা! চোখ কপালে উঠার মতই একটা স্কোরলাইন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এমন স্কোরলাইন যে এবারই প্রথম। মঙ্গলবার দিবাগত রাতে (২১ জানুয়ারি, ২০২৫) একবার নয়, দুইবার ‘দুই’ গোলে পিছিয়ে পড়েও শেষমুহূর্তের নাটকীয়তায় বেনফিকাকে তাদেরই মাঠে ৪-৫ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের বার্সালোনা। এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে নিশ্চিত হলো কাতালান ক্লাবটির শেষ ষোলো।  
স্টাদিও দা স্পোর্টিং লিসবনে ৯ গোলের থ্রিলার মাঠেই শেষ হয়নি, এর রেষ চলে গিয়েছিল খেলোয়াড়দের টানেল পর্যন্ত! যোগকরা সময়ে (৯৬ মিনিটে) গোল করা বার্সার জয়ের নায়ক রাফিনহা দাবি করেছেন বেনফিকার ফুটবলারদের সাথে তার হাতাহাতি হয়েছে ম্যাচ শেষে!
ম্যাচের প্রথমার্ধেই বেনফিকার হয়ে হ্যাটট্রিক করেন ভাঙ্গেলিস পাভলিদিস। মাত্র ৩০ মিনিটেই তিন গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন এই গ্রীক স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ম্যাচের শুরু থেকে হিসাব করলে এটি তৃতীয় দ্রুততম হ্যাটট্রিক। ২০২২ সালে সালজ্বুর্গের বিপক্ষে রবার্ট লেভানডফস্কির ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিকটাই দ্রুততম।
আরো পড়ুন:
কোয়ার্টার ফাইনালে লিগানেসকে পেল রিয়াল, ভ্যালেন্সিয়াকে বার্সা
তলানির দলের কাছে পয়েন্ট হারালো বার্সা
৩-০ ব্যবধানে পিছিয়ে পড়া বার্সার হয়ে বিরতির আগে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন পোলিশ সুপারস্টার লেভানডফস্কি। ম্যাচের ৬৪ মিনিটে রাফিনহা গোলের ব্যবধান কমিয়ে এনে স্কোরলাইন করেন ৩-২। এরপর ৪ মিনিটের মাথায় আত্মঘাতী গোলের সুযোগে ব্যবধান বাড়িয়ে নেয় বেনফিকা। ভুলে নিজেদের জালে বল জড়িয়ে দেন বার্সার রোনাল্ড আরাওহো।
ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে ছিল স্বাগতিক ক্লাবটি। তবে ম্যাচের ৭৮ মিনিটে আবারও পেনাল্টিতে গোল পান লেভানডফস্কি। বদলি তারকা এরিক গার্সিয়ার দুর্দান্ত হেডে ম্যাচের ৮৬ মিনিটে ৪-৪ সমতায় ফেরে কাতালানরা।
নাটক বাকি আছে তখনও। রেফারি শেষ বাঁশি বাজানোর ঠিক আগমুহূর্তে রাফিনহা জয়সূচক গোলটি করে। এই ব্রাজিলিয়ান উইঙ্গারের দ্বিতীয় গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফেরে সফরকারীরা।
তবে মাঠের উত্তাপ সেখানেই যে শেষ হয়নি তার প্রমাণ মিলল জয়ের নায়ক রাফিনহার কথায়, “যখন আমি মাঠ ছেড়ে যাচ্ছিলাম, বেনফিকা খেলোয়াড়রা আমাকে অপমান করছিল। আমি তাদের অপমানের জবাব দিয়েছি। আমি জানি, আমাকে সেটা করা উচিত ছিল না। বেনফিকা খেলোয়াড়দের সাথে বিষয়টি বেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল। তারা আমাকে অপমান করতে চেয়েছিল।”
বার্সা কোচ অবশ্য এসব ঝামেলায় না গিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। ফ্লিক তার দলের খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, “পাগলাটে ম্যাচ হল একটা। বেনফিকা প্রথমার্ধে ভাল খেলেছে। আমরা অনেক ভুল করেছি। তবে আমি দলের (বার্সালোনা) মানসিকতার প্রশংসা করব। ওরা সব সময়ে নিজেদের উপরে বিশ্বাস রাখে। অবিশ্বাস্য ভাবে ম্যাচে ফিরে এল।”
৩৬ দলের অংশগ্রহণে রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া গ্রুপ পর্বে সেরা ৮ দল সরাসরি যাবে শেষ ষোলোতে। বার্সা সেই সেরা ৮ দলের মধ্যে অন্যতম হিসেবে গ্রুপপর্ব শেষ করলো। যদিও সাত ম্যাচ খেলে প্রতিটি জেতা লিভারপুল ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে বার্সা। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৮। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১৫।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ চ য ম প য়নস ল গ ব যবধ ন
এছাড়াও পড়ুন:
ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার
ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। একজন ফিলিস্তিনি বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের-ইয়েরুশালমি। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী।
জানা যায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিখোঁজ ছিলেন।
ওই ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে একটি কুকুর রয়েছে। তাঁরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুনফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ০১ নভেম্বর ২০২৫অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নউর ওদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলে ‘রাজনৈতিক ও আইনি ঝড়’ তৈরি করেছে। তবে আটক হওয়া ব্যক্তির ওপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন‘স্বপ্ন ছিল বুকে জড়িয়ে ধরার, এখন আশা দাফনটা যদি অন্তত করতে পারি’২ ঘণ্টা আগে