Prothomalo:
2025-12-05@08:46:33 GMT

এগ মাঞ্চুরিয়ানের রেসিপি

Published: 20th, October 2025 GMT

রেসিপি দিয়েছেন ফারাহ্‌ সুবর্ণা

উপকরণ

ডিম: ৪টি

কর্নফ্লাওয়ার: দেড় কাপ

ময়দা: ২ টেবিল চামচ

বড় আকারের পেঁয়াজ: ১টি (৪ ফালি করে পরতে পরতে খুলে নিতে হবে)

ক্যাপসিকাম: ১টি (কিউব করে কাটা)

আদা (জুলিয়ান কাটা): ১ চা–চামচ

রসুনকুচি: ১ চা–চামচ

সয়াসস: ১ টেবিল চামচ

টমেটো সস: ২ টেবিল চামচ

গোলমরিচের গুঁড়া: স্বাদমতো

বীজ ছাড়ানো কাঁচা মরিচ ফালি: ৩–৪টি

চিনি: স্বাদমতো

লবণ: স্বাদমতো

তেল: আধা কাপ

পেঁয়াজ পাতা কুচি: ২ টেবিল চামচ

আরও পড়ুনকমলার কেকের রেসিপি১৭ অক্টোবর ২০২৫প্রণালি

একটা পাত্রে ডিম ভেঙে নিয়ে তাতে স্বাদমতো লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নিন।

এবার টিফিন বক্সে তেল মেখে এই ফেটানো ডিম ঢেলে পুডিং বানানোর পদ্ধতিতে ঢাকনা দিয়ে বাটি ঢেকে তা গরম পানির পাত্রে বসিয়ে দিন।

মাঝারি আঁচে ১৫ থেকে ১৬ মিনিট ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে বাটি থেকে বের করে কিউব আকারে কেটে নিন।

একটা বাটিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সরিয়ে রেখে বাকি কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচগুঁড়া, লবণ আর অল্প পানি দিয়ে মিশ্রণ তৈরি করে তাতে ভাপানো ডিমের টুকরোগুলো ডুবিয়ে নিন।

এবার গরম তেলে সোনালি করে ভেজে উঠিয়ে নিতে হবে।

এবার অন্য একটা প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে আদা ও রসুনকুচি দিয়ে হালকা ভেজে নিন।

এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মিনিট পাঁচেক ভেজে সয়াসস, টমেটো সস, চিনি, লবণ আর কাঁচা মরিচ ফালি দিয়ে ফুটে উঠলেই ভেজে রাখা ভাপানো ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে দিন।

এক কাপ পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে তা ডিমের তরকারিতে ঢেলে দিয়ে একদম মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন।

পোলাও বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। চাইলে ওপরে পেঁয়াজপাতার কুচিও ছড়িয়ে দেওয়া যেতে পারে।

আরও পড়ুনভাপা ডিমের কোরমার রেসিপি৪৬ মিনিট আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব দমত

এছাড়াও পড়ুন:

লাবুশেনের রেকর্ড, ইংল্যান্ডের ২ উইকেট

ব্রিসবেনে দিবা–রাত্রির টেস্টে আজ দ্বিতীয় দিনে প্রথম সেশনে ২১ ওভার ব্যাট করে ওভারপ্রতি গড়ে ৬.১৯ করে রান তোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে ইংল্যান্ডের বোলাররা স্বাগতিকদের রানের গতি কমানোর পাশাপাশি ২টি উইকেটও নিয়েছেন। বড় রানের দিকে এগোনো অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ওয়েদারাল্ড ও মারনাস লাবুশেনকে ফেরায় ইংল্যান্ড।

৭৮ বলে ৭২ করা ওয়েদারাল্ড জফরা আর্চারের বলে আউট হয়ে ফেরার পর তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন স্টিভেন স্মিথ ও লাবুশেন। ৭৮ বলে ৬৫ রান করা লাবুশেন বেন স্টোকসের বলে উইকেটকিপার জেমি স্মিথকে ক্যাচ দিয়ে ফেরেন।

লাবুশেনের উইকেটটি নেন স্টোকস

সম্পর্কিত নিবন্ধ