অটোরিকশায় ফেলে আসা পাসপোর্ট-টাকা ফিরিয়ে দিলো পুলিশ
Published: 22nd, January 2025 GMT
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় ভুল করে ফেলে আসা এক ব্রিটিশ নাগরিকের পাসপোর্ট, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ হাতব্যাগ উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
আরো পড়ুন:
খুলনা মহানগরীর সকল ওসিকে অপসারণ দাবি বিএনপির
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
ওসি জানান, অভিযোগ পেয়ে কোতোয়ালি থানা পুলিশের টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রথমে অটোরিকশাটি শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ৮টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগ উদ্ধার করা হয়।
আজ বুধবার (২২ জানুয়ারি) কোতোয়ালি থানা পুলিশ তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমানকে (৮৪) হাতব্যাগটি বুঝে দেন। ব্যাগে পাসপোর্ট, নগদ টাকাসহ সবকিছু অক্ষত ছিল বলে পুলিশ জানিয়েছে।
ব্যাগ ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এ দম্পতি।
ঢাকা/রেজাউল/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঞ্জু টেক্সটাইলে এন্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানার দুই নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান, গার্ড কবির হোসেন ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।
কারখানার সুপারভাইজার মিজানুর জানান, নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।
আরো পড়ুন:
গাজীপুরে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
মাইক্রোবাসে বিস্ফোরণ, অল্পের জন্য বেঁচে গেলেন ৫ ছাত্রনেতা
তিনি জানান, কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/অনিক/বকুল