অটোরিকশায় ফেলে আসা পাসপোর্ট-টাকা ফিরিয়ে দিলো পুলিশ
Published: 22nd, January 2025 GMT
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় ভুল করে ফেলে আসা এক ব্রিটিশ নাগরিকের পাসপোর্ট, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ হাতব্যাগ উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
আরো পড়ুন:
খুলনা মহানগরীর সকল ওসিকে অপসারণ দাবি বিএনপির
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
ওসি জানান, অভিযোগ পেয়ে কোতোয়ালি থানা পুলিশের টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রথমে অটোরিকশাটি শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ৮টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগ উদ্ধার করা হয়।
আজ বুধবার (২২ জানুয়ারি) কোতোয়ালি থানা পুলিশ তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমানকে (৮৪) হাতব্যাগটি বুঝে দেন। ব্যাগে পাসপোর্ট, নগদ টাকাসহ সবকিছু অক্ষত ছিল বলে পুলিশ জানিয়েছে।
ব্যাগ ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এ দম্পতি।
ঢাকা/রেজাউল/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–