কালচার শেখানোর নামে র‌্যাগিংয়ের ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৩ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। বিভাগের ১৭তম ব্যাচের বিরুদ্ধে ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগ উঠলে বুধবার এ সিদ্ধান্ত নেয় বিভাগটি।

জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের ১৩ শিক্ষার্থী মিলে ১৮তম ব্যাচের ৩২ শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে 'চেইন অব কমান্ড' ও 'ভার্সিটির কালচার' শিখানোর নামে অমানুষিক নির্যাতন করে। নানা ম্যানার শেখানোর নামে বিকাল ৫টা থেকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয় তাদের। এসময় দুই নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর আগে রাতের বেলা ছেলেদেরকে বঙ্গবন্ধু হলের ৪১৬ ও ৮২৪ নাম্বার কক্ষে ও জঙ্গলবাড়ি এলাকায় নিয়ে হেনস্থা করে ফজরের সময় ছেড়ে দেওয়ার ঘটনাও রয়েছে বলে লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করেন তারা। অভিযোগের প্রমাণ মেলায় বুধবার সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের ১৩ শিক্ষার্থীকে শোকজ করে বিভাগটি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী শিক্ষার্থী জানায়, আমাদের সিনিয়ররা ডেকে নিয়ে বিকেল ৫টা থেকে রাত ৯/১০টা পর্যন্ত আটকে রেখে নানান ভাবে মানসিক নির্যাতন করে। দাঁড় করিয়ে অপমান করে। অকথ্য ভাষায় গালি-গালাজ করে। নানান ইঙ্গিতে আমাদেরকে অসম্মান করে।

অপর এক নারী শিক্ষার্থী বলেন, আমরা অনেকেই নিজে রান্না করে খাই। আমাদের রাত পর্যন্ত আটকে রাখায় খাওয়া-দাওয়াও করতে পারিনি। তারা কাউকে কিছু না জানাতে বলে ভয় দেখায়।

র‌্যাগিংয়ের শিকার ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, সিনিয়রদের জেলার নাম মুখস্থ, তাদের কি পছন্দ তা মনে রাখতে বলা হয়। নানান ভাবে মেয়েদেরকে হেনস্তা করা হয়। অকথ্য ভাষায় গালিও দেওয়া হয়। এতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত।

এ বিষয়ে সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাসুদুর রহমান জানান, বিভাগ থেকে ইতোমধ্যে অভিযুক্তদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে র‌্যাগিংয়ের ঘটনায় কাউকে কোনোপ্রকার ছাড় দেওয়া হবে না। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.

মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে একটি অভিযোগ পেয়েছি। বিভাগ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ১৩ শ ক ষ র থ

এছাড়াও পড়ুন:

ঋত্বিকের বাড়ি যেন ‘মেঘে ঢাকা তারা’

বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার এক বছর পার হয়েছে। একসময়ের ঐতিহ্যবাহী বাড়িটি এখন কেবলই ইটের স্তূপ আর আগাছায় ভরা এক ধ্বংসস্তূপ। স্মৃতিচিহ্ন বলতে টিকে আছে ভাঙা ইটের পাঁজা আর কয়েকটি ভাঙা দেয়াল, যেখানে গত বছর আঁকা হয়েছিল ঋত্বিকের একটি পোর্ট্রেট। সেই দেয়ালই যেন নির্বাক হয়ে জানান দিচ্ছে এক সাংস্কৃতিক অবহেলার করুণ ইতিহাস।
গতকাল রোববার ঋত্বিকের পৈতৃক ভিটায় গিয়ে দেখা যায়, খসে পড়া দেয়ালে ‘বাড়ী থেকে পালিয়ে’, ‘মেঘে ঢাকা তারা’, ‘অযান্ত্রিক’-এর মতো সিনেমার নাম ও চিত্রকর্ম আঁকা। এর মাঝে মোটা ফ্রেমের চশমা চোখে ছোট চুলের ঋত্বিক ঘটক যেন তাকিয়ে আছেন তাঁরই বাড়ির ধ্বংসাবশেষের দিকে।

অথচ এই বাড়ির সূত্রেই বহু মানুষ রাজশাহীকে চিনেছেন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ঋত্বিকের ‘মেঘে ঢাকা তারা’ দেখার স্মৃতিচারণায় একবার বলেছিলেন, ‘সেই সিনেমা দেখার মুগ্ধতা বুকের মধ্যে মধুর মতো জমে আছে।’ কালের পরিক্রমায় ঋত্বিকের সেই বাড়িই আজ ‘মেঘে ঢাকা তারা’ হয়ে গেছে। স্মৃতি আছে, কিন্তু অস্তিত্ব নেই বললেই চলে। রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা চান, এই ধ্বংসস্তূপের ওপরই ঋত্বিকের স্মৃতি সংরক্ষণে টেকসই কোনো উদ্যোগ নেওয়া হোক।

ঋত্বিক ঘটক

সম্পর্কিত নিবন্ধ