বিদেশি ৫ হাজার সিগারেট জব্দ, কারাগারে যুবক
Published: 23rd, January 2025 GMT
চট্টগ্রাম নগরীতে পাঁচ হাজার বিদেশি সিগারেটসহ আটক এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার আটক আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বান্দরবান সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে সিগারেটগুলো আনা হয়েছে। আটক রিপন বড়ূয়া (৩৫) বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিপন বড়ুয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ওরিস ব্র্যান্ডের পাঁচ হাজার প্যাকেট বিদেশি সিগারেটের এক লাখ শলাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন পুলিশকে জানিয়েছে, সিগারেটের চালানটি ভারতের মিজোরাম থেকে বান্দরবানে আসে। সেখান থেকে বাসে করে এনে বিক্রির জন্য চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা করা হয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।