বলিউডের রুপালি দুনিয়া দাপিয়ে বেড়ানো অভিনেত্রী শ্রীদেবী। পর্দায় তার উপস্থিতি বিবর্ণ করে দিয়েছে বহু নায়ককে। ‍শিফন শাড়িতে মুগ্ধতা ছড়ানো এই অভিনেত্রীর রূপের দ্যুতি ভোলার নয়। তবে মৃত্যু তার গতিশীল জীবনকে থামিয়ে দিয়েছে।

ব্যক্তিগত জীবনে শ্রীদেবী বিয়ে করেছিলেন নির্মাতা-অভিনেতা বনি কাপুরকে। এ সংসারে তাদের দুই মেয়ে— জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। বেশ আগে বলিউডে পা রেখে সুনাম কুড়িয়েছেন শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। বছর দুয়েক আগে ছোট কন্যা খুশি কাপুরেরও চলচ্চিত্রে অভিষেক হয়েছে। যদিও সিনেমাটি তাকে খ্যাতি এনে দিতে পারেনি।

খুশির নতুন সিনেমা ‘লাভইয়াপা’। আাগামী মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন খুশি। এ আলাপচারিতায় উঠে আসে শ্রীদেবী, বনি ও জাহ্নবী কাপুরের প্রসঙ্গ। কথার ফাঁকে জানতে চাওয়া হয়, শ্রীদেবী মানে আপনার মায়ের উত্তরাধিকার সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারটি কি ভারী মনে হয়?

আরো পড়ুন:

গায়িকা মোনালি ঠাকুর সত্যি হাসপাতালে?

পরিচালক রাম গোপাল ভার্মার কারাদণ্ড

 

এ প্রশ্নের জবাবে খুশি কাপুর বলেন, “আমি বুঝতে পারছি, মানুষ কেন আমাদের তুলনা করতে চায়। কিন্তু আমি বিশ্বাস করি, আমাকে আমার নিজের পথ তৈরি করতে হবে। আমাকে আমার পথ খুঁজে বের করতে হবে। আমার মায়ের উত্তরাধিকার তুলনাহীন। আমি সেই স্তরে পৌঁছানোর চেষ্টাও করব না। আমি যা করতে পারি, তা হলো আমার সেরাটা দিয়ে কাজ করতে পারি। আশা করি, মানুষ আমার কাজের প্রশংসা করবেন।”

মায়ের কোন সিনেমা আপনার হৃদয়ে গেঁথে আছে? জবাবে খুশি কাপুর বলেন, “সদমা’। এটি আমার হৃদয়ের বিশেষ স্থানে রাখা আছে।”

বাবা বনি কাপুর, বোন জাহ্নবী কাপুরের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন কিনা? উত্তরে খুশি কাপুর বলেন, “অবশ্যই! বাবা-জাহ্নবীর আশীর্বাদ ও অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেও পারি না। তার মানে এই নয় যে, আমার নিজের কোনো মতামত নেই। আমারও মতামত আছে। তবে এটা ভেবে শান্তি অনুভব করি যে, আমরা সবাই একই সঙ্গে আছি।”

 

জাহ্নবী কাপুর ও খুশি কাপুর প্রায় সময়ই একসঙ্গে চলাফেরা করেন। বোন জাহ্নবী কাপুরের সঙ্গে সম্পর্কের সমীকরণ জানতে চাইলে খুশি কাপুর বলেন, “সে আমার সবচেয়ে বড় সাপোর্টার এবং আমার চৌকস লিডার। আমি সবকিছুর জন্য তার কাছে যাই। আমার জীবনে সবচেয়ে ভালো বন্ধু সে। আমি সবসময়ই তার দিকে তাকিয়ে থাকি। সে সবসময় আমাকে পথ দেখায়। কারণ সে একইরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে। সত্যিই সে আমার জন্য সেরাটা চায়।”

‘লাভইয়াপা’ সিনেমায় খুশি কাপুর তার নায়ক হিসেবে পেয়েছেন আমির খানের পুত্র জুনায়েদ খানকে। এটি পরিচালনা করেছেন ‘লাল সিং চাড্ডা’খ্যাত নির্মাতা অদ্বৈত চন্দন। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

 

খুশি কাপুরের হাতে আরেকটি সিনেমার কাজ রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “আমার হাতে আরেকটি প্রজেক্টের কাজ রয়েছে। এ বছরই এটি মুক্তি পাবে। এটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। তা ছাড়াও পাইপলাইনে আরেকটি কাজ রয়েছে। তবে এ বিষয়ে এখনই বলতে চাই না।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৪ নভেম্বর ২০২৫)

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু আজ। চ্যাম্পিয়নস লিগে আছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ ও পিএসজি-বায়ার্ন ম্যাচ।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

১ম ওয়ানডে

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বিকেল ৪টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

নাপোলি-ফ্রাঙ্কফুর্ট
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ১

স্লাভিয়া প্রাগ-আর্সেনাল
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২

পিএসজি-বায়ার্ন
রাত ২টা, সনি স্পোর্টস ১

লিভারপুল-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস ২

টটেনহাম-কোপেনহেগেন
রাত ২টা, সনি স্পোর্টস ৫

অ-১৭ বিশ্বকাপ ফুটবল

ব্রাজিল-হন্ডুরাস
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস
জার্মানি-কলম্বিয়া
রাত ৮-৪৫ মি., ফিফা প্লাস
ইংল্যান্ড-ভেনেজুয়েলা
রাত ৯-১৫ মি., ফিফা প্লাস

সম্পর্কিত নিবন্ধ