নোভাক জোকোভিচকে প্রথম একক টেনিস খেলোয়াড় হিসেবে ২৫টি গ্র্যান্ড স্লামের মাইলফক ছুঁতে অন্তত ফ্রেঞ্চ ওপেন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আজ (২৪ জানুয়ারি, ২০২৫) অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে যে, খেলার মাঝেই সরে দাঁড়ালেন এই সার্বিয়ান মহাতারকা। প্রথম সেটটা আলেক্সান্দার জভেরেভের কাছে খুইয়েই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান চোটগ্রস্ত জোকোভিচ।

রড লেভার অ্যারেনায় প্রথম সেট চলার সময়ই পায়ে সমস্যা অনুভব করেন জোকোভিচ। তার প্রতিফলন দেখা গেল কোর্টেও। জার্মানির আলেক্সান্দার জভেরেভের বিপক্ষে ৭-৬ (৭-৫) ব্যবধানে সেটটা হারেন এই ৩৭ বছর বয়সী তারকা। তারপরই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন জোকার নামে খ্যাত ২৪ গ্র্যান্ড স্লামের এই মালিক।

জোকোভিচ কোর্ট ছাড়ার সময় স্বভাবসুলভ ভাবেই দর্শকদের উদ্দেশে হাত নাড়েন জোকোভিচ। তবে জমজমাট লড়াই উপভোগ করতে আশা দর্শকরা নিরাশ হয়ে সার্বিয়ান তারকাকে দুয়ো দিয়েছেন তখন। তবে রেগে না গিয়ে জবাবে থামস-আপ প্রদর্শন করেন জোকার। যার অর্থ দর্শকরা রেগে যাওয়ার অধিকার রাখেন আর ব্যাপারটা ইতিবাচক ভাবেই নিচ্ছেন জোকোভিচ।   
                                                                                                            
বিস্তারিত আসছে.

.....

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বার্জার লাক্সারি সিল্ক আয়োজিত ‘মালদ্বীপ ওয়েডিং ড্রিমস’-এর জমকালো গ্র্যান্ড প্রিমিয়ার

সময়, বাজেট বা উপযুক্ত আয়োজনের অভাবে মুহূর্তগুলো মিস হয়ে যাওয়ার কারণে অনেক দম্পতির জীবনেই একটি ‘পারফেক্ট বিয়ের ফটোশুটে’র স্বপ্ন অধরা থেকে যায়। তাঁদের অপূর্ণ স্বপ্নকে পূর্ণতা দিতে গত বছর বিয়ের মৌসুমে বার্জার লাক্সারি সিল্ক একটি ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের উদ্যোগ নেয়। সেই লক্ষ্যে নির্বাচিত দম্পতিদের জন্য মালদ্বীপের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে আয়োজন করা হয় বিয়ের ফটোশুট।

ক্যাম্পেইনটির সাফল্য উদ্‌যাপনের অংশ হিসেবে সম্প্রতি উত্তরার স্টার সিনেপ্লেক্সে একটি জমকালো গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করা হয়।

বার্জার লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং সংগীতশিল্পী পার্থ বড়ুয়াদের নিয়ে গঠিত জুরিবোর্ডের সদস্যরা পাঁচজন সৌভাগ্যবান দম্পতিকে বাছাই করেন। শত শত আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত দম্পতিরা গত ১২ ফেব্রুয়ারি তাঁদের ফটোশুটের জন্য মালদ্বীপের উদ্দেশে রওনা দেন। গ্র্যান্ড প্রিমিয়ারে সেই অভিজ্ঞতার প্রতিচ্ছবি বড় পর্দায় আরও জীবন্ত হয়ে ওঠে, যা উপস্থিত সবার মধ্যে মুগ্ধতা ছড়ায়।

অনুষ্ঠান শেষে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘বার্জার লাক্সারি সিল্ক তার গ্রাহকদের জীবনে যে অসাধারণ স্মৃতিময় মুহূর্ত তৈরিতে সব সময় নিবেদিত, আমি মনে করি ‘‘ওয়েডিং গ্ল্যামশুট’’ ক্যাম্পেইনটি সেই প্রতিশ্রুতিকে সফলভাবে বাস্তবায়ন করেছে।’ তিনি আরও বলেন, ‘এটি কেবল রঙের গল্প নয়, বরং এতে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আন্তরিক প্রচেষ্টা ছিল। মালদ্বীপের মনোমুগ্ধকর পরিবেশে ভালোবাসার মধুরতম গল্পগুলোকে বাস্তব রূপ নিতে দেখা এবং সেই মুহূর্তগুলোকে এমন একটি জাঁকজমকপূর্ণ সিনেমাটিক প্ল্যাটফর্মে উপস্থাপন করতে পারা আমাদের জন্য সত্যিই আনন্দের।’

বিদ্যা সিনহা মিম তাঁর অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘‘‘ওয়েডিং গ্ল্যামশুট’’ ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। দম্পতিদের জন্য ভালোবাসা উদ্‌যাপনের এমন ব্যতিক্রমী সুযোগ সৃষ্টি করে বার্জার লাক্সারি সিল্ক নিঃসন্দেহে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পাঁচ দম্পতির উচ্ছ্বাস, আবেগ ও মালদ্বীপের স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য—সব মিলিয়ে পুরো ব্যাপারটাই ছিল ম্যাজিক্যাল।’

ফটোশুটগুলো পর্ব আকারে প্রচারিত হবে ৮, ১৫ ও ২২ আগস্ট রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে। এ ছাড়া পর্বগুলো দেখা যাবে দীপ্ত প্লে এবং দীপ্ত টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

সম্পর্কিত নিবন্ধ