চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিল আলী নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহতের স্বজনের দাবি, শনিবার ভোরে সীমান্তসংলগ্ন জমিতে পানি দেওয়ার সময় হাবিল গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় কৃষক হাবিল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য কাসেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

রামেক হাসপাতালের চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ হাবিল আলীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর পিঠের ডানপাশে গুলি লেগেছে। গুলিটি এখনও বের করা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওয়ার্ড সদস্য কাসেদ আলী বলেন, ভোর সাড়ে ৪টার দিকে কৃষক হাবিল গম ক্ষেতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা ৪/৫ রাউন্ড গুলির শব্দ পেয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বিজিবির নির্দেশনা আছে, সন্ধ্যা ৬টার পর থেকে সকাল পর্যন্ত কেউ যেন সীমান্তে না যান। তবু কেন হাবিল সীমান্তে গেলেন, তা জানি না।

আহতের পরিবার ও স্থানীয়দের দাবি, সীমান্তে গুলির ঘটনায় বিজিবি পতাকা বৈঠকে প্রতিবাদ জানাতে গেলে আহত ব্যক্তি একজন চোরাকারবারি বলে জানিয়েছে বিএসএফ। গুলি ছুড়েছে বিএসএফের ১১৯ গোপালনগর ক্যাম্পের সদস্যরা। হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে। 

হাবিলের স্ত্রী তাসলিমা বেগম জানান, ভোর সাড়ে ৪টার দিকে তাঁর স্বামী সীমান্ত এলাকায় থাকা গম ক্ষেতে পানি দিতে গেলে তাঁকে গুলি করে বিএসএফ সদস্যরা। তিনি এ ঘটনায় বিচার দাবি করেন। আহতের ভাই জামাল আলীর দাবি, তাঁর ভাইয়ের বিরুদ্ধে চোরাচালান বা এ-সংক্রান্ত কোনো অভিযোগ নেই।

তবে স্থানীয়রা বলছেন, প্রায় ২০ বছর আগে হাবিলের ভাই আলম আলী চোরাচালান করতে গিয়ে একই সীমান্তে মারা গেছেন। গতকালের ঘটনায় হাবিলের আরও এক সহযোগী আহত হয়েছেন। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আহত ব্যক্তিসহ ছয়-সাতজনের একটি চোরাকারবারি দল সীমান্ত পিলার ১৮০-এর পাশ দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ করলে গুলি করে বিএসএফ। এ নিয়ে শনিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। তবে বিএসএফের পক্ষ থেকে চোরাচালান ও সীমান্তে রাতের বেলা জনসাধারণের আসা বন্ধের দাবি জানানো হয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এসএফ আহত ব এসএফ র সদস য

এছাড়াও পড়ুন:

সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী

অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়।  ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়। 

আরো পড়ুন:

কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির

অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প

বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।

বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
  • সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী