নারায়ণগ‌ঞ্জে জ‌মে উঠে‌ছে জেলা মোটর সাইকেল গ‌্যা‌রেজ মা‌লিক ও স্পেয়ার পার্টস দোকান মা‌লিক স‌মি‌তির (২০২৫-২০২৭) নির্বাচন।

এ উপল‌ক্ষে প্রতি‌দিনই ভোটারদের দোকা‌নে গি‌য়ে কুশল বি‌নিময় কর‌ছেন প্রার্থীরা। সব‌কিছু ঠিক থাক‌লে আগমী ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হ‌তে যা‌চ্ছে এ নির্বাচন।

এতে প্রধান নির্বাচন ক‌মিশনার হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন ইব্রাহীম শেখ, সহকারী নির্বাচন ক‌মিশনার আইয়ূব, আলমগীর ক‌বির র‌নি, মে‌হেদী হাসান, শামসুল হক। ওই দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাসদাইর এলাকাস্থ অ‌ক্টো অ‌ফিস বাংলা ভব‌ন ক‌মিউনি‌টি সেন্টা‌রে এ নির্বাচ‌নের ভোট গ্রহন চল‌বে।

 ১১‌টি পদের ম‌ধ্যে শুধুমাত্র ৫‌টি প‌দে ভোটের যু‌দ্ধে লড়াই কর‌বেন প্রার্থীরা। এবা‌রের নির্বাচ‌নে প্রার্থী হি‌সে‌বে অংশ নি‌য়ে‌ছেন মোট ১১জন প্রার্থী। স‌মি‌তির মোট ভোটার সংখ‌্যা র‌য়ে‌ছে ১৪০ জন।

এ নির্বাচ‌নে সভাপ‌তি হি‌সে‌বে প্রার্থী হ‌য়ে‌ছেন রাতুল মটর‌সের চেয়ারম‌্যান শেখ মো.

ফারুক, প্রতীক পে‌য়ে‌ছেন হেল‌মেট। অপর প্রার্থী আবু জাফর মো. আসলাম, তার প্রতীক সিলাইরেন্স। সহ সভাপ‌তি হি‌সে‌বে প্রার্থীতা কর‌ছেন মো. রতন খাঁন, প্রতীক প্লাস।

তার প্রতিদ্বন্দ্বী হ‌য়ে‌ছেন মো. রতন মু‌ন্সি, প্রতীক হেডলাইট। সাধারণ সম্পাদক প‌দে ম‌নির মটর‌সের স্বত্তা‌ধিকারী ম‌নির হো‌সেন, টু্ল বক্স প্রতীকে তার সাথে প্রতিদ্বন্দ্বী কর‌ছেন বিস‌মিল্লাহ অ‌টো পার্টসের স্বত্তাধিকারী মেহ‌দেী হাসান, সহ সাধারণ সম্পাদক প‌দে ইব্রাহীম মটর‌সের স্বত্তা‌ধিকারী মো. মোহন শেখ, প্রতীক প্লাগ। প্রতিদ্বন্দ্বী তনয় ঘোষ, তার প্রতীক ডা‌লি।

সাংগঠ‌নিক সম্পাদক প‌দে খাঁন এন্ড সিয়াম মটর‌সের স্বত্তা‌ধিকারী মো. শা‌হিন শেখ, তার প্রতীক চেইন। অপর প্রতিদ্বন্দ্বীরা হ‌চ্ছেন, ন‌্যাশনাল সিট কভা‌রের স্বত্তাধিকারী মো. সম্রাট, প্রতীক সিট। তার প্রতিদ্বন্দ্বী সা‌দেক, প্রতীক পিস্টন। 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কর ছ ন

এছাড়াও পড়ুন:

চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!

আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?

ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।

ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’

 চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।

জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

সম্পর্কিত নিবন্ধ