বরিশালের বিপক্ষে খুলনার চ্যালেঞ্জিং পুঁজি
Published: 27th, January 2025 GMT
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ১৮৭ রানের শক্তিশালী পুঁজি গড়েছে খুলনা টাইগার্স। শুরুতে নাঈম শেখের ফিফটি এবং শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ১২ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংসে বড় স্কোর পায় দলটি।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক। ব্যাট হাতে দুর্দান্ত শুরু করে খুলনা টাইগার্স। উদ্বোধনী জুটিতে নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ মিলে তোলেন ৪৭ রান। অধিনায়ক মিরাজ ১৮ বলে ২৯ রান করে আউট হলেও পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে খুলনা তোলে ৫৬ রান।
পাওয়ারপ্লের পরেও নাঈম শেখের ঝোড়ো ব্যাটিং চলতে থাকে। ২৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। তবে ফিফটির পর পরই থেমে যান এই ওপেনার। ২৭ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলে দলীয় ৯৯ রানে সাজঘরে ফেরেন তিনি। নাঈমের বিদায়ের পর রান তোলার গতি কিছুটা কমে যায় খুলনার। তবে মাঝের ওভারে অ্যালেক্স রস ১৫ বলে ২০ এবং আফিফ হোসেন ধ্রুব ২৭ বলে ৩২ রান করে স্কোরবোর্ড সচল রাখেন। উইলিয়াম বোসিস্তো শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৬ বলে ২০ রান যোগ করেন।
শেষের ওভারে মাহিদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে খুলনা। অঙ্কন মাত্র ১২ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলে দলের স্কোরকে নিয়ে যান ১৮৭ রানে। বরিশালের হয়ে ফাহিম আশরাফ সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন। এছাড়া জেমস ফুলার, মোহাম্মদ নবী এবং এবাদত হোসেন প্রত্যেকে নেন ১টি করে উইকেট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
রমজানের আগে নির্বাচন ভালো পদক্ষেপ, স্বাগত জানাল ৪টি দল
আগামী ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণাকে স্বাগত জানিয়েছে চারটি রাজনৈতিক দল। তারা বলছে, সব দিক বিবেচনায় রমজানের আগে নির্বাচন ভালো পদক্ষেপ।
প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে স্বাগত জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রথম আলোকে বলেন, সব দিক বিবেচনায় রমজানের আগে নির্বাচন করা ভালো পদক্ষেপ। এখন রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে কীভাবে তারা এই নির্বাচন অনুষ্ঠান করবে।
এদিকে রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি।
নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলনও। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক, এর সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা মনে করি।’
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে, এমন আশাবাদ ব্যক্ত করে ভাসানী জনশক্তি পার্টি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে। দলটি মনে করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে। এবং সব রাজনৈতিক দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।
আরও পড়ুনফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন৩ ঘণ্টা আগে