দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি ওপার বাংলার কাজ নিয়েও তার ব্যস্ততা কম নয়। নাম লিখিয়েছেন বলিউডেও। এবার ‘বাগান বিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন জয়া।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় মুক্তি পাবে জয়ার মিউজিক্যাল ফিল্মটি। এটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া আহসান লেখেন, “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।”
আরো পড়ুন:
বিয়ে করে সংসার করেছি, সেটার স্বাদও নিয়েছি: জয়া
জয়ার সিনেমা দিয়ে বছর শেষ
জানা গেছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেছেন তারা।
গত ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি নেটমাধ্যমে শেয়ার করে জয়া আহসান জানিয়েছিলেন, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫