রূপগঞ্জে আবাসন কোম্পানির নামে জবর দখলে বাঁধা, হামলা, লুটপাট
Published: 29th, January 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল মেগা সিটি নামের অবৈধ আবাসন কোম্পানি জমি না কিনেই বসত ঘর ও ফসলি জমি দখল ও নিজেদের দাবী করার প্রতিবাদ করায় নিরীহ বাসিন্দাদের উপর হামলা করে ৪ জনকে কুপিয়ে জখম, বাড়ি ঘরে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পলখান গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার ভুক্তভোগী ও রূপগঞ্জ থানায় অভিযোগকারী বাদী মামুন শেখ জানান, দাউদপুরের পলখান এলাকায় তাদের বসত ভিটা ও ফসলি জমি মেগা সিটির নামে নিজেদের সাইনবোর্ডে দিয়ে দখলে নেয়ার প্রতিবাদ করার একই এলাকার বাছিরের ছেলে তুহিন( ৩২), ছমির উদ্দিনের ছেলে রিয়াদ ও নাহিদ, ওহাদ আলীর ছেলে বাবুল, আব্দুর রহমানের ছেলে মাছুমসহ ফয়সাল,সোহাগ,মানিকসহ ২০/৩০ জনের একটি সন্ত্রাসী দল ২৮ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে কিছু বুঝে ওঠার আগেই বাড়িতে প্রবেশ করে হামলা ও লুটপাট করতে থাকে। এতে বাঁধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে ভাই মোশাররফ,মাসুমসহ একই পরিবারের ৪জনকে গুরুতর আহত করে। এ সময় মসজিদদের মাইকে হামলার ঘটনা জানালে গ্রামবাসি এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় প্রথমে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন। পরে এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সংশ্লিষ্ট সদস্য শাহীন আকন্দ মুঠোফোনে জানান, ঘটনাটি পূর্ব শত্রুতার জের ও রাজনৈতিক গ্রুপিং দ্বন্দ্বে ঘটেছে। উভয় পক্ষের হামলার ঘটনায় দু পক্ষেরই আহতের ঘটনা রয়েছে। আমাদের ৩ জন আহত হয়েছে।
দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনা তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ এ ঘটন
এছাড়াও পড়ুন:
হতাহতের ছবি-ভিডিও সরাতে ও ছড়িয়ে পড়া বন্ধে পদক্ষেপ চেয়ে রিট, আদেশ ৩ আগস্ট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত–আহতদের ছবি ও ভিডিও সরাতে এবং সেগুলো ছড়িয়ে পড়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট হয়েছে। এ রিটের ওপর আদেশের জন্য ৩ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।
ওই ঘটনায় নিহত–আহতদের ছবি–ভিডিও সরাতে এবং সেগুলো ছড়িয়ে পড়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ ২৯ জুলাই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গোলাম রহমান ভূঁইয়া।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ২১ জুলাই বিধ্বস্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ৩০ জুলাই পর্যন্ত হিসাবে, ওই ঘটনায় মৃতের সংখ্যা ৩৪।
পরে আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ওই দুর্ঘটনায় আহত–নিহতদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ ও ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেগুলোতে শিশুদের প্রায় পোশাকহীন, অগ্নিদগ্ধ ও আহত অবস্থায় দেখা যায়। এসব ছবি–ভিডিও শিশুদের পরিবারের পাশাপাশি সাধারণ নাগরিকদের ট্রমাটাইজ (মানসিকভাবে আঘাত) করে দিচ্ছে। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী এ ধরনের দুর্ঘটনায় আহত–নিহতদের ছবি–ভিডিও প্রকাশে সংবেদনশীল হওয়ার বিষয়ে বলা হয়েছে। ভবিষ্যতে এসব ছবি ব্যবহারে আরও সতর্কতা প্রয়োজন। তাই হতাহতদের ছবি–ভিডিও সরাতে এবং সেগুলো আর যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।