রাবণের দেশে প্রথম অজি হিসেবে খাজার দ্বিশতক
Published: 30th, January 2025 GMT
প্রবাত জয়সুরিয়ার বলটা কাভারের দিকে ঠেলে ১ রানের জন্য জায়গা পরিবর্তন করলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। এরপর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ব্যাট উঁচু করে সতীর্থদের অভিবাদনের জবাব দিলেন। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক বলে কথা। ছাড়িয়ে গেলেন ২০২৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ক্যারিয়ারের আগের সর্বোচ্চ ১৯৫ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে গলে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়লেন খাজা। এই ৩৮ বছর বয়সী ব্যাটসম্যানের পূর্বে কোন অজি দ্বিশতকের দেখা পাননি রাবণের দেশে।
আজ সফরকারীরা ২ উইকেটে ৩৩০ রান নিয়ে দিনের খেলা শুরু করে। খাজা ১৪৭ রান নিয়ে আগের দিন অপরাজিত ছিলেন। খাজা ও স্টিভেন স্মিথ তাদের আগের দিনের অবিচ্ছিন্ন ১৯৫ রানের জুটিকে টেনে নিয়ে যান ২৬৬ পর্যন্ত। যা এশিয়ার মাটিতে অজিদের সর্বোচ্চ। এই জুটি আজ পেছনে ফেলেছেন ১৯৭৯ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে অ্যালেন বোর্ডার ও কিম হিউজেসের গড়া ২২২ রানের জুটিকে।
আরো পড়ুন:
বাঁচা-মরার লড়াইয়ে রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে খুলনা
বিপিএলে দল কমানোসহ সূচি পরিবর্তনের প্রস্তাব তামিমের
স্মিথ ১৪১ রান করে জেফরি ভ্যানডারসের বলে থামলেও, ঠিকই রানের চাকা সচল রেখেছিলেন খাজা।
এই রিপোর্ট লিখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৫৪৭ রান। খাজা অপরাজিত আছেন ৩৫১ বলে ২৩২ রান করে। অন্যদিকে জস ইগলিশের ৭৯ বলে ৮৭ রানের ঝড় তুলে ক্রিজে আছেন।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উসম ন খ জ
এছাড়াও পড়ুন:
সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।
টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।
অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ