রাবণের দেশে প্রথম অজি হিসেবে খাজার দ্বিশতক
Published: 30th, January 2025 GMT
প্রবাত জয়সুরিয়ার বলটা কাভারের দিকে ঠেলে ১ রানের জন্য জায়গা পরিবর্তন করলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। এরপর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ব্যাট উঁচু করে সতীর্থদের অভিবাদনের জবাব দিলেন। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক বলে কথা। ছাড়িয়ে গেলেন ২০২৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ক্যারিয়ারের আগের সর্বোচ্চ ১৯৫ রান।  
শ্রীলঙ্কার বিপক্ষে গলে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়লেন খাজা। এই ৩৮ বছর বয়সী ব্যাটসম্যানের পূর্বে কোন অজি দ্বিশতকের দেখা পাননি রাবণের দেশে।
আজ সফরকারীরা ২ উইকেটে ৩৩০ রান নিয়ে দিনের খেলা শুরু করে। খাজা ১৪৭ রান নিয়ে আগের দিন অপরাজিত ছিলেন। খাজা ও স্টিভেন স্মিথ তাদের আগের দিনের অবিচ্ছিন্ন ১৯৫ রানের জুটিকে টেনে নিয়ে যান ২৬৬ পর্যন্ত। যা এশিয়ার মাটিতে অজিদের সর্বোচ্চ। এই জুটি আজ পেছনে ফেলেছেন ১৯৭৯ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে অ্যালেন বোর্ডার ও কিম হিউজেসের গড়া ২২২ রানের জুটিকে।
আরো পড়ুন:
বাঁচা-মরার লড়াইয়ে রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে খুলনা
বিপিএলে দল কমানোসহ সূচি পরিবর্তনের প্রস্তাব তামিমের
স্মিথ ১৪১ রান করে জেফরি ভ্যানডারসের বলে থামলেও, ঠিকই রানের চাকা সচল রেখেছিলেন খাজা। 
 এই রিপোর্ট লিখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৫৪৭ রান। খাজা অপরাজিত আছেন ৩৫১ বলে ২৩২ রান করে। অন্যদিকে জস ইগলিশের ৭৯ বলে ৮৭ রানের ঝড় তুলে ক্রিজে আছেন।    
   
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উসম ন খ জ
এছাড়াও পড়ুন:
হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণ ও সহযোগিতায় বিশ্বাসী টিম ডিরেক্টর রাজ্জা
সংবাদ সম্মেলন তখন শেষ। আব্দুর রাজ্জাককে মনে করিয়ে দেওয়া হলো, ‘‘বাংলাদেশ দলের টিম ডিরেক্টর কিন্তু টসেও ইনপুট দিতেন। আপনি কি…?’’ রাজ্জাক মুখে হাসি আটকে রাখেন। এই পদে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে দায়িত্ব পাওয়া রাজ্জাক স্রেফ এতোটুকুই বলতে পারেন, ‘‘আমাদের থেকে এমন কিছু কখনোই দেখতে পারবেন না। আমরা নতুন কিছু নিয়ে ভাববো।’’
জাতীয় দলকে নিয়ে সেই ভাবনা থেকেই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড একজনকে টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে। সাম্প্রতিক সময়ের জাতীয় পুরুষ দলের ব্যর্থতার কারণে আলোচনা হচ্ছিল, ক্রিকেট পরিচালনা বিভাগের ওপরে একটি ছায়া বিভাগ থাকবে যারা সরাসরি জাতীয় দল পর্যবেক্ষণ করবে।
সেই ছায়া বিভাগে সাবেক ক্রিকেটাররাই থাকবেন। প্রথম টিম ডিরেক্টর হিসেবে রাজ্জাক পেলেন দায়িত্ব। কেন টিম ডিরেক্টর নিয়োগ দেওয়ার প্রয়োজন অনুভব হলো সেই প্রশ্ন করা হয় তাকে। নাজমুল হাসান বোর্ড সভাপতির দায়িত্বে থাকার সময় টিম ডিরেক্টর পদটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ এই দায়িত্ব পালন করেছেন বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে। দলের সঙ্গে গভীরভাবে মিশে যেতেন তিনি। টস থেকে শুরু করে টিম মিটিংয়ে দিতেন ইনপুট। যা নিয়ে পরবর্তীতে অভিযোগ করেছিলেন কোচ ও অধিনায়ক।
তবে রাজ্জাক নিজের কাজ, পরিধি এবং দায়িত্ব সম্পর্কে সচেতন বলেই নিশ্চিত করলেন,"অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরের মতোই হবে আমার কাজ। আমি সব কিছু পর্যবেক্ষণ করব, সব কিছুতে নজর রাখব। আর কখনও যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন, তাহলে সেটিও দেওয়ার চেষ্টা করব। তাদের সাহায্য প্রয়োজন হলে আমি করব।"
"ক্রিকেট বোর্ডের মনে হয়েছে, দলের সঙ্গে একজন টিম ডিরেক্টর থাকলে ভালো হবে। এই পদটি কিন্তু আগেও ছিল। অনেক দিন ধরেই ছিল। সাম্প্রতিক সময়ে বোর্ড পরিচালকের সংখ্যা কম থাকায় হয়তো দলের সঙ্গে কেউ যায়নি। তবে এর আগে প্রায় সিরিজেই দলের সঙ্গে টিম ডিরেক্টর থাকত।" - যোগ করেন তিনি।
ঢাকা/ইয়াসিন