দ্বিতীয় প্রান্তিকে মুনাফা করার খবরে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারদর গতকাল সাড়ে ৯ শতাংশ বেড়েছে। ছিল দরবৃদ্ধির দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৭০ পয়সায় কেনাবেচা হয়েছে। সার্কিট ব্রেকার অনুযায়ী যা ছিল গতকাল কোম্পানির অনুমোদিত সর্বোচ্চ দর।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সাড়ে ১৬ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে। এতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৭ পয়সা। গত  হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৬৯ লাখ টাকা, আর ইপিএস ছিল মাত্র ৪ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়লেও   ৬ মাসের হিসাবে এখনও লোকসানে কোম্পানিটি। গত জুলাই-ডিসেম্বর সময়কালে কোম্পানির কর-পরবর্তী নিট লোকসান ১৮ কোটি ৬৬ লাখ টাকা। আগের হিসাব বছরের ওই ছয় মাসে মুনাফা ছিল ১ কোটি ৬৮ লাখ টাকা। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানি নিট ৩৫ কোটি টাকা লোকসান করে।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারদর পর্যালোচনায় দেখা গেছে, গত এক মাসের বেশি সময় ধরে শেয়ারটির দর ১২ থেকে ১৩ টাকার মধ্যে স্থির ছিল। দ্বিতীয় প্রান্তিকের মুনাফা বৃদ্ধির খবরে উল্লেখযোগ্য হারে দর বেড়েছে। এই দরবৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে সাম্প্রতিক সময়ের স্বল্পমূল্যের শেয়ারগুলোর দরের বড় উল্লম্ফন। গতকালও দরবৃদ্ধির শীর্ষে ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির শেয়ার। সর্বোচ্চ ১০ শতাংশ দর বেড়ে শেয়ারটি গতকাল ২৬ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে। অথচ বহু বছর ধরে বন্ধ এ কোম্পানির শেয়ার গত ২২ ডিসেম্বরও মাত্র ৭ টাকা দরে কেনাবেচা হয়েছিল।
বাজার সংক্ষেপ
গতকাল ঢাকার শেয়ারবাজারে অধিকাংশ শেয়ার দর হারিয়েছে। তবে বাজারটির প্রধান মূল্য সূচক আগের দিনের অবস্থানেই থেকেছে। এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাতের শেয়ারদর বৃদ্ধি।
গতকাল ডিএসইতে ১২০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ২১৯টি দর হারিয়েছে এবং অপরিবর্তিত ছিল  ৫৫টির। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় মাত্র শূন্য দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ৫১১২ দশমিক ৯০ পয়েন্টে উঠেছে।
পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক এবং টেলিযোগাযোগ ছাড়া বাকি সব খাতের দর কমেছে। ব্যাংক খাতের ৩৬ কোম্পানির মধ্যে ২৫টির দর বেড়েছে এবং কমেছে ৫টির। এতে সূচকে যোগ হয়েছে ১৩ পয়েন্ট। বুধবারের তুলনায় শেয়ার কেনাবেচার পরিমাণ পৌনে ৭৬ কোটি টাকা বেড়ে ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকায় উন্নীত হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দরব দ ধ র গতক ল

এছাড়াও পড়ুন:

৪৪তম বিসিএস: মনোনীত প্রার্থীদের তথ্য চেয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ

৪৪তম বিসিএসে সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। আগের নির্দেশনার ধারাবাহিকতায় জানানো হয়েছে, গুগল ফরমে যাঁরা ইতিমধ্যে তথ্য দিয়েছেন, তাঁদের দাখিলকৃত তথ্য এই লিংকে দেখা যাবে। সংশ্লিষ্ট বিধিমালা এখনো চূড়ান্ত না হওয়ায় ফরমটি খোলা রয়েছে। যাঁরা এখনো তথ্য দেননি, বিশেষ করে ৪৪তম বিসিএসের ক্যাডার ও অপেক্ষমাণ তালিকায় থাকা বর্তমানে কর্মরতরা, তাঁদের দ্রুত ফরমটি পূরণ করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিধিমালা চূড়ান্ত হলে দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যাঁরা আগের বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে ক্যাডার পদে কর্মরত তাঁদের তথ্য চেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার (২৯ জুলাই) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএস ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন প্রার্থী প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমাণ ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যাঁরা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, তাঁদের মধ্যে যাঁরা এখনো গুগল ফর্ম পূরণ করেননি, তাঁদের উল্লিখিত গুগল ফর্ম আবশ্যিকভাবে পূরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সংশোধিত বিধিমালা চূড়ান্ত হওয়া মাত্রই দাখিলকৃত তথ্যাদির ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২ ঘণ্টা আগে

উল্লেখ্য, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গত ৩০ জুন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ১ হাজার ৬৯০ জনের মধ্যে প্রায় ৪০০ প্রার্থী একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন (রিপিট ক্যাডার)। এই ৪০০ জনের তালিকা পেয়েছে পিএসসি। এই রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন করা হচ্ছে। এ-সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি।

আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • আসামির কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৪৫ মিনিট
  • পরবর্তী সরকারের পক্ষে এত সহজে সংস্কার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা সম্ভব হবে না: আসিফ নজরুল
  • বিসিআইসির নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
  • এলডিসি উত্তরণের পরবর্তী প্রস্তুতি নিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন
  • ৪৪তম বিসিএস: মনোনীত প্রার্থীদের তথ্য চেয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ
  • ‘আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না’ 
  • মাইলস্টোনে দগ্ধ ৩৩ জন এখনো ভর্তি, আইসিইউতে ৩
  • পুঁজিবাজারে টানা ৩ কার্যদিবস সূচকের পতন
  • শেখ হাসিনার অডিওগুলো শুনলে বোঝা যায়, তাঁর এখনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে: আইন উপদেষ্টা
  • দ্বিতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে