দ্বিতীয় প্রান্তিকে মুনাফা করার খবরে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারদর গতকাল সাড়ে ৯ শতাংশ বেড়েছে। ছিল দরবৃদ্ধির দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৭০ পয়সায় কেনাবেচা হয়েছে। সার্কিট ব্রেকার অনুযায়ী যা ছিল গতকাল কোম্পানির অনুমোদিত সর্বোচ্চ দর।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সাড়ে ১৬ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে। এতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৭ পয়সা। গত  হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৬৯ লাখ টাকা, আর ইপিএস ছিল মাত্র ৪ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়লেও   ৬ মাসের হিসাবে এখনও লোকসানে কোম্পানিটি। গত জুলাই-ডিসেম্বর সময়কালে কোম্পানির কর-পরবর্তী নিট লোকসান ১৮ কোটি ৬৬ লাখ টাকা। আগের হিসাব বছরের ওই ছয় মাসে মুনাফা ছিল ১ কোটি ৬৮ লাখ টাকা। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানি নিট ৩৫ কোটি টাকা লোকসান করে।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারদর পর্যালোচনায় দেখা গেছে, গত এক মাসের বেশি সময় ধরে শেয়ারটির দর ১২ থেকে ১৩ টাকার মধ্যে স্থির ছিল। দ্বিতীয় প্রান্তিকের মুনাফা বৃদ্ধির খবরে উল্লেখযোগ্য হারে দর বেড়েছে। এই দরবৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে সাম্প্রতিক সময়ের স্বল্পমূল্যের শেয়ারগুলোর দরের বড় উল্লম্ফন। গতকালও দরবৃদ্ধির শীর্ষে ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির শেয়ার। সর্বোচ্চ ১০ শতাংশ দর বেড়ে শেয়ারটি গতকাল ২৬ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে। অথচ বহু বছর ধরে বন্ধ এ কোম্পানির শেয়ার গত ২২ ডিসেম্বরও মাত্র ৭ টাকা দরে কেনাবেচা হয়েছিল।
বাজার সংক্ষেপ
গতকাল ঢাকার শেয়ারবাজারে অধিকাংশ শেয়ার দর হারিয়েছে। তবে বাজারটির প্রধান মূল্য সূচক আগের দিনের অবস্থানেই থেকেছে। এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাতের শেয়ারদর বৃদ্ধি।
গতকাল ডিএসইতে ১২০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ২১৯টি দর হারিয়েছে এবং অপরিবর্তিত ছিল  ৫৫টির। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় মাত্র শূন্য দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ৫১১২ দশমিক ৯০ পয়েন্টে উঠেছে।
পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক এবং টেলিযোগাযোগ ছাড়া বাকি সব খাতের দর কমেছে। ব্যাংক খাতের ৩৬ কোম্পানির মধ্যে ২৫টির দর বেড়েছে এবং কমেছে ৫টির। এতে সূচকে যোগ হয়েছে ১৩ পয়েন্ট। বুধবারের তুলনায় শেয়ার কেনাবেচার পরিমাণ পৌনে ৭৬ কোটি টাকা বেড়ে ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকায় উন্নীত হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দরব দ ধ র গতক ল

এছাড়াও পড়ুন:

ইতালির স্থাপত্য প্রদর্শনীতে বাংলাদেশ থেকে যা উপস্থাপন করা হচ্ছে

বাংলাদেশের স্থাপত্যভাবনা, দক্ষতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে ইতালির ‘ভেনিস দ্বিবার্ষিক স্থাপত্য প্রদর্শনী ২০২৫’-এ অংশ নিতে যাচ্ছে ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’। ইউরোপিয়ান কালচারাল সেন্টারের আমন্ত্রণে আন্তর্জাতিক এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে স্থাপত্য প্রতিষ্ঠানটি। দ্বিবার্ষিক প্রদর্শনীটির এবার ১৯তম আসর বসবে আগামী ১০ মে, চলবে পরবর্তী ছয় মাস।

এ নিয়েই আজ ২৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে দ্বিবার্ষিক স্থাপত্য প্রদর্শনীতে অংশগ্রহণের বিস্তারিত তুলে ধরেন ‘ভিত্তি’র সহপ্রতিষ্ঠাতা ও স্থপতি ইকবাল হাবিব ও ইশতিয়াক জহির।

সংবাদ সম্মেলন শেষে স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, ‘দুই বছর পরপর বিভিন্ন থিমে এই আয়োজন হয়। এখানে সারা পৃথিবীর স্থপতিদের আহ্বান জানানো হয়। তারপর আয়োজকেরা নিজেদের মতো করে অংশগ্রহণকারী নির্বাচন করেন। আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল হাতিরঝিল প্রকল্পের জন্য। পরবর্তী সময়ে আমাদের অন্যান্য প্রকল্প দেখানোর পর আয়োজকেরা বড় পরিসরে প্রদর্শনীর জন্য আমাদের আমন্ত্রণ জানান।’

ভেনিসের এই প্রদর্শনীতে ‘ভিত্তি’ তাদের ৯টি প্রকল্প উপস্থাপন করবে। এসব প্রকল্প শহুরে ও প্রাকৃতিক পরিবেশের সমন্বয়, পুনর্গঠন ও সংরক্ষণের মাধ্যমে দেশীয় প্রয়োজনীয়তাকে সাংস্কৃতিক ধারাবাহিকতার সঙ্গে সমন্বয় করেছে। যার মধ্যে প্রদর্শনীতে স্থান পেতে যাচ্ছে ‘হাতিরঝিল’, ‘বাবুরাইল খাল পুনঃস্থাপন’, ‘১৮টি ডিএনসিসি পার্কের পুনরুদ্ধার’-এর মতো বৃহৎ পরিসরের নগর পরিকল্পনা প্রকল্প। পাশাপাশি স্থান পাচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাটে স্থাপিত ‘একমাত্রা ডিবিবিএল একাডেমি’ প্রকল্প, পাবনার চাটমোহরের ‘বড়াল বিদ্যানিকেতন’, গাজীপুরের ‘বনের বাড়ি’ নামে আবাসিক বাড়ির মতো প্রকৃতির সঙ্গে অন্তর্ভুক্তিমূলক স্থাপত্য প্রকল্প। এসব প্রকল্পে গড়া স্থাপত্য পরিবেশবান্ধব স্থানিক উপকরণ ব্যবহার করে স্থাপত্যকে নতুন মাত্রা দিয়েছে। এ ছাড়া স্থাপত্য ঐতিহ্য ও তাত্ত্বিক স্থাপনা পুনঃস্থাপনের প্রকল্প হিসেবে ‘ব্রিটিশ কাউন্সিল’, নারায়ণগঞ্জের ‘নগর ভবন’-এর মতো প্রকল্পের অন্তর্ভুক্তি থাকবে।

আরও পড়ুনসুলতানি আমলের মুদ্রাসহ হারিয়ে যাওয়া দেশ ও জনপদের মুদ্রাও আছে এই প্রদর্শনীতে ১৯ এপ্রিল ২০২৫

ইকবাল হাবিব বলেন, ‘আমাদের প্রকল্পগুলোর মধ্য দিয়ে আমরা বলতে চাই, স্থাপত্যেরও গণতন্ত্রায়ণ দরকার। ওপর থেকে চাপিয়ে দিয়ে নয়, জনগণকে সম্পৃক্ত করে স্থাপত্যের চর্চা করতে হবে।’

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি বলেন, ‘স্থাপত্যের নতুন পদ্ধতির জন্য বাংলাদেশকে বলব একটি বিশ্ব পরীক্ষাগার। কারণ, ছোট দেশ, অধিক জনসংখ্যা, জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব, নির্মাণসামগ্রীর অভাব—এমন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও আপনারা (স্থপতিরা) নিজস্ব পদ্ধতিতে এসব অতিক্রম করছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সভাপতি আবু সাঈদ এম আহমেদ। তিনি বলেন, ‘প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে শুধু ভিত্তি স্থপতিদের পরিচিতি হবে এমন নয়, এর মধ্যমে বাংলাদেশের স্থাপত্যের ব্র্যান্ডিং হবে। সারা দুনিয়া দেখবে, আমরা কী চিন্তা করি।’

আরও পড়ুনবাড়িটি দেখে অনেকেই রিসোর্ট ভেবে ভুল করতে পারেন০৩ ফেব্রুয়ারি ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • মালাইকার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
  • পুঁজিবাজারে পতন, বৃষ্টিতে ভিজে বিনিয়োগকারীদের বিক্ষোভ
  • আট অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  • বাবার মামলায় ছেলে গ্রেপ্তার
  • নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে
  • চার মাস পর লেনদেন ৩শ কোটির নিচে
  • পুঁজিবাজারে পতন অব্যাহত, বিনিয়োগকারীদের বিক্ষোভ
  • আগামী নির্বাচনে ইসি প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে চায়: সিইসি
  • ঝড়-বৃষ্টি থাকবে কত দিন, জানাল আবহাওয়া অফিস
  • ইতালির স্থাপত্য প্রদর্শনীতে বাংলাদেশ থেকে যা উপস্থাপন করা হচ্ছে