Risingbd:
2025-11-04@00:53:19 GMT

সিলেটে ভারতীয় কমলার চালান জব্দ

Published: 1st, February 2025 GMT

সিলেটে ভারতীয় কমলার চালান জব্দ

সিলেটে অবৈধভাবে ভারত থেকে আনা কমলার একটি চালান জব্দ করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকালে শাহপরাণ থানার মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কমলা ভর্তি ট্রাকটি আটক করে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকেও আটক করা হয়।

আটককৃতরা হলেন— রাজশাহী জেলার দামকুড়া থানার জালালপাড়া গ্রামের নৌশাদ আলীর ছেলে মাসুদ রানা (৩৩) ও একই জেলার কাশিয়াডাঙ্গা থানার হরিপুর গ্রামের নাদের আলীর ছেলে জুয়েল বাবু (৩২)।

আরো পড়ুন:

নিয়ম ভেঙে ভারত ম্যাচ জিতল ১২ জন নিয়ে!

তীরে এসে ডুবল ইংল্যান্ডের তরী, ভারতে খোয়াল সিরিজ

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘জব্দকৃত ৫১৬ ক্যারেট কমলার বাজার মূল্য প্রায় ১৮ লাখ ১১ হাজার ১৬০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

ঢাকা/নূর/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১ 

বন্দরে ছিনতাইকারী সন্দেহে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক মেহেদী হাসান বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।

আটককৃতকে শনিবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর)  রাতে বন্দর থানার উল্লেখিত এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার সময় থানার টহল পুলিশ ছিনতাইকারী সন্দেহে তাকে আটক করে। পরে যাচাই বাছাই পর আটককৃত যুবককে পুলিশ আইনের ৫৪ ধারায় তাকে আদালতে প্রেরণ করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১