বালিয়াডাঙ্গীতে বিএনপির মহাসচিবের আশ্বাসে হরতাল প্রত্যাহার
Published: 1st, February 2025 GMT
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির ডাকা হরতাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুষ্ঠু সমাধানের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। এ সময় তিনি জানান, বালিয়াডাঙ্গীর বিষয়টি মহাসচিব সূষ্ঠু সমাধানের আশ্বাসের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এরই জের ধরে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ।
আরো পড়ুন:
আটঘরিয়ার ওসিকে অপসারণের দাবিতে হরতাল ঘোষণা
ময়মনসিংহে প্রাইভেটকারে দুর্বৃত্তদের আগুন
দীর্ঘদিন পরে উপজেলার ৮টি ইউনিনের মধ্যে ৪টির সম্মেলনের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। আজ শনিবার দুওসুও ইউনিয়নের সম্মেলনের তারিখ ছিল। যা স্থগিতের আদেশ দেয় জেলা বিএনপি। এ কারণে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ।
ভোর সাড়ে ৫টা থেকে ৬ ঘণ্টার হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থণকারীরা। এ কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী-স্কুল-কলেজের শির্ক্ষীরা।
ঢাকা/হিমেল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হরত ল ব এনপ ব এনপ র উপজ ল হরত ল
এছাড়াও পড়ুন:
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড
কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।
ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’
সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।
সূত্র: ইনসাইড ইভিস