ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির ডাকা হরতাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুষ্ঠু সমাধানের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। এ সময় তিনি জানান, বালিয়াডাঙ্গীর বিষয়টি মহাসচিব সূষ্ঠু সমাধানের আশ্বাসের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এরই জের ধরে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ।

আরো পড়ুন:

আটঘরিয়ার ওসিকে অপসারণের দাবিতে হরতাল ঘোষণা

ময়মনসিংহে প্রাইভেটকারে দুর্বৃত্তদের আগুন

দীর্ঘদিন পরে উপজেলার ৮টি ইউনিনের মধ্যে ৪টির সম্মেলনের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। আজ শনিবার দুওসুও ইউনিয়নের সম্মেলনের তারিখ ছিল। যা স্থগিতের আদেশ দেয় জেলা বিএনপি। এ কারণে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ।

ভোর সাড়ে ৫টা থেকে ৬ ঘণ্টার হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থণকারীরা। এ কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী-স্কুল-কলেজের শির্ক্ষীরা।
 

ঢাকা/হিমেল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হরত ল ব এনপ ব এনপ র উপজ ল হরত ল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ