৫৩ বছর উপলক্ষে আরণ্যকের মাসব্যাপী উৎসব
Published: 2nd, February 2025 GMT
১৯৭২ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে আরণ্যক। প্রতিষ্ঠার ৫৩ বছর উপলক্ষে ফেব্রুয়ারি মাসজুড়ে নানা আয়োজন রেখেছে নাট্যদলটি। ‘তিমির হননে অগ্রসর হয়ে’ স্লোগান নিয়ে আয়োজিত মাসব্যাপী উৎসব হবে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি এবং সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
শনিবার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর দলটির প্রথম প্রযোজনা ‘কবর’ নাটকের মঞ্চায়ন হয়।
৭ ফেব্রুয়ারি শিল্পকলায় রয়েছে ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শনী। ১৫ ফেব্রুয়ারি শিল্পকলার কফি হাউস চত্বরে হবে পথনাটক উৎসব। ১৭ ফেব্রুয়ারি পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৬টায় থাকছে যন্ত্রসংগীত। সন্ধ্যা ৭টায় ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী। ১৯ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬টা থাকবে যন্ত্রসংগীত। সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটক ‘কম্পানি’।
এছাড়া ২০ ফেব্রুয়ারি একই স্থানে সন্ধ্যা ৬টায় যন্ত্রসংগীতের পর থাকছে নাটক ‘ময়ূর সিংহাসন’। ২৮ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে শেষ হবে আরণ্যকের উৎসব। এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘কহে ফেসবুক’।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ল পকল
এছাড়াও পড়ুন:
ইসমাইল হোসেন (মুরুব্বী) এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সেক্রেটারী মরহুম ইসমাইল হোসেন (মুরুব্বী)র (১৭ তম) মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বাদ আছর বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৬৬৫)’র আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক-শ্রমিক ইউনিয়ন, সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার আহবায়ক মোসলেহ উদ্দিন সেলিমের সভাপতিত্বে এবং সদস্য শাহ আলম হিরার সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুম ইসমাইল হোসেন (মুরুব্বী)’র বিদেহী আত্নার মাগফেরাত কামনায় এবং নিহত অন্যান্য চালক-শ্রমিক সহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও অসুস্থ সকলের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য শামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পাঁচতারা সাংসদের সভাপতি  আলী আকবর খান, সাধারন সম্পাদক সালাউদ্দিন ইউসুফ, বাংলাদেশ কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজ্বী মো: সেলিম সরকার, হাফেজ মোহাম্মদ ফজলুল হক ও চালক-শ্রমিক সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।