পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক ও যুবদল নেতা জহিরুল ইসলামকে (মিরন) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটা পৌরসভার তুলাতলী এলাকার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের কলাপাড়া প্রতিনিধি। তিনি কুয়াকাটা প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি কুয়াকাটা পৌর যুবদলের সদস্যসচিব। এ ছাড়া জহিরুল ইসলাম কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক।

আহত জহিরুলের বাবা হাবিবুর রহমান বলেন, ‘মিরন (জহিরুল) গতকাল রাতে ঢাকা থেকে এসেছে। মাইক্রোবাস থেকে নেমে সে বাড়িতে প্রবেশ করছিল। তখন রাত সাড়ে ১২টা। আমাকে ডেকে মিরন যখন বাড়িতে প্রবেশ করতে থাকে, ঠিক ওই সময় বাড়ির পাশে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা দৌড়ে এসে মিরনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। চারজন হামলাকারী মিরনকে কোপাতে থাকে। তাদের হাতে রামদা ও বটি ছিল। আমার মনে হয়েছে, হামলাকারীরা দলে আরও বেশি ছিল।’

পরে আহত জহিরুলকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। এরপর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে গতকাল রাতেই জহিরুলকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে হাবিবুর রহমান বলেন, জহিরুলের হাতের কনুইয়ের ওপরের অংশ কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া ডান হাতের কবজি বরাবর ক্ষত হয়েছে। রামদার কোপে মাথা, পেটসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলার ঘটনা শোনার পর গতকাল রাত থেকেই পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে মাঠে নেমেছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম গতক ল

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ