চিকিৎসা পর্যটন সম্পর্ক জোরদারে ‘মালয়েশিয়া হেলথকেয়ার বাংলাদেশ সপ্তাহ’ আয়োজন
Published: 9th, February 2025 GMT
মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল ‘মালয়েশিয়া হেলথকেয়ার বাংলাদেশ সপ্তাহ ২০২৫’ আয়োজন করেছে। ৭ ও ৮ ফেব্রুয়ারি শিল্প মালিক এবং উভয় দেশের গুরুত্বপূর্ণ অংশীদারদের মধ্যে কৌশলগত সম্পৃক্ততা, বিশেষজ্ঞদের নেতৃত্বে আলোচনা এবং নেটওয়ার্কিং সুযোগের অংশ হিসেবে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জন্য মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের অফিসিয়াল অংশীদার আরভিং এভিয়েশন লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। মালয়েশিয়া স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান।
মালয়েশিয়ার বিশ্বমানের চিকিৎসা সুবিধা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাসপাতাল এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো কীভাবে বাংলাদেশি রোগীদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সুবিধা দিয়ে থাকে তা অনুষ্ঠানে তুলে ধরা হয়। মালয়েশিয়ার দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল Thomson Hospital Kota Damansara and Institut Jantung Negara (IJN) এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাদের বিশেষজ্ঞরা cardiology, gynecology, and respiratory সমস্যাগুলোর ওপর অন্তদৃষ্টিপূর্ণ স্বাস্থ্য আলোচনা এবং অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসা জ্ঞান তুলে ধরেন। উভয় হাসপাতালের ডাক্তাররা রোগীদের ব্যক্তিগত পরামর্শ ও নির্দিষ্ট স্বাস্থ্য উদ্বেগগুলোর সমাধান দেন।
মিডিয়া অনুসন্ধান এবং আরও বিস্তারিত জানার জন্য আরভিং গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তামিম হোসাইনের সঙ্গে এই নম্বরে ০১৮৪১০০৬৪৫৩ যোগাযোগ করা যাবে।  
  
উৎস: Samakal
কীওয়ার্ড: ভ রমণ হ লথক য র জন য
এছাড়াও পড়ুন:
হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণ ও সহযোগিতায় বিশ্বাসী টিম ডিরেক্টর রাজ্জা
সংবাদ সম্মেলন তখন শেষ। আব্দুর রাজ্জাককে মনে করিয়ে দেওয়া হলো, ‘‘বাংলাদেশ দলের টিম ডিরেক্টর কিন্তু টসেও ইনপুট দিতেন। আপনি কি…?’’ রাজ্জাক মুখে হাসি আটকে রাখেন। এই পদে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে দায়িত্ব পাওয়া রাজ্জাক স্রেফ এতোটুকুই বলতে পারেন, ‘‘আমাদের থেকে এমন কিছু কখনোই দেখতে পারবেন না। আমরা নতুন কিছু নিয়ে ভাববো।’’
জাতীয় দলকে নিয়ে সেই ভাবনা থেকেই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড একজনকে টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে। সাম্প্রতিক সময়ের জাতীয় পুরুষ দলের ব্যর্থতার কারণে আলোচনা হচ্ছিল, ক্রিকেট পরিচালনা বিভাগের ওপরে একটি ছায়া বিভাগ থাকবে যারা সরাসরি জাতীয় দল পর্যবেক্ষণ করবে।
সেই ছায়া বিভাগে সাবেক ক্রিকেটাররাই থাকবেন। প্রথম টিম ডিরেক্টর হিসেবে রাজ্জাক পেলেন দায়িত্ব। কেন টিম ডিরেক্টর নিয়োগ দেওয়ার প্রয়োজন অনুভব হলো সেই প্রশ্ন করা হয় তাকে। নাজমুল হাসান বোর্ড সভাপতির দায়িত্বে থাকার সময় টিম ডিরেক্টর পদটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ এই দায়িত্ব পালন করেছেন বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে। দলের সঙ্গে গভীরভাবে মিশে যেতেন তিনি। টস থেকে শুরু করে টিম মিটিংয়ে দিতেন ইনপুট। যা নিয়ে পরবর্তীতে অভিযোগ করেছিলেন কোচ ও অধিনায়ক।
তবে রাজ্জাক নিজের কাজ, পরিধি এবং দায়িত্ব সম্পর্কে সচেতন বলেই নিশ্চিত করলেন,"অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরের মতোই হবে আমার কাজ। আমি সব কিছু পর্যবেক্ষণ করব, সব কিছুতে নজর রাখব। আর কখনও যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন, তাহলে সেটিও দেওয়ার চেষ্টা করব। তাদের সাহায্য প্রয়োজন হলে আমি করব।"
"ক্রিকেট বোর্ডের মনে হয়েছে, দলের সঙ্গে একজন টিম ডিরেক্টর থাকলে ভালো হবে। এই পদটি কিন্তু আগেও ছিল। অনেক দিন ধরেই ছিল। সাম্প্রতিক সময়ে বোর্ড পরিচালকের সংখ্যা কম থাকায় হয়তো দলের সঙ্গে কেউ যায়নি। তবে এর আগে প্রায় সিরিজেই দলের সঙ্গে টিম ডিরেক্টর থাকত।" - যোগ করেন তিনি।
ঢাকা/ইয়াসিন