চট্টগ্রামে ওয়ালটন ব্যাটারির প্রোগ্রাম ‘জোন কানেক্ট ২০২৫’ অনুষ্ঠিত
Published: 9th, February 2025 GMT
বন্দরনগরী চট্টগ্রামে ব্যাটারি ব্যাবসায়ী ও টেকনিশিয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পর্যায়ে ওয়ালটন ব্যাটারির জোন কানেক্ট ২০২৫ কার্যক্রম।
গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর বেস্ট ওয়েস্টার্ন হোটেলের কনফারেন্স হলে প্রায় দেড় শতাধিক ব্যাটারি ডিলার ও টেকনিশিয়ানদের অংশগ্রহণে ওয়ালটন ব্যাটারির পরিচিতি, সচেতনতা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে ওয়ালটনের ব্যাটারি সম্পর্কে ব্যাটারি টেকনিশিয়ানদের জন্য বিস্তারিত তুলে ধরেন ওয়ালটন ব্যাটারির হেড অব সেলস মো.
আরো পড়ুন:
৪২ ডিস্ট্রিবিউটর, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন
যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসির বদলে ২৫ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন এসি
বাজারে এখন ওয়ালটন ব্যাটারি ৩টি ক্যাটাগরিতে ৫টি ব্র্যান্ড নিয়ে সফলতার সাথে ব্যাবসা করে যাচ্ছে। স্মল অ্যাপ্লায়েন্সে পাওয়ার মাস্টার ও স্কাই ভোল্টজ ব্যাটারি, মোটর সাইকেলে রোড রাইডার ও হাইপার ভোল্টেজ ব্যাটারি এবং অনলাইন ইউপিএস-এ পাওয়ার মাস্টার ব্যাটারি।
এছাড়া বাজারে শিগগিরই গ্র্যাভিটন নামে গাড়ির ব্যাটারি নিয়ে আসছে ওয়ালটন।
জোন কানেক্ট-২০২৫ প্রোগ্রামে চট্টগ্রাম জেলা মহানগর ছাড়াও কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে দেড় শতাধিক ব্যাটারি টেকনিশিয়ান অংশ নেন।
অনুষ্ঠানে ওয়ালটন ব্যাটারির বিভিন্ন টেকনিক্যাল দিক, কার্যকারিতা, দীর্ঘস্থায়ীত্ব এবং আফটার সেলস সার্ভিস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
চট্টগ্রাম/রেজাউল/একরাম/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে।
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।