যুক্তরাষ্ট্রে পেনি উৎপাদন বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প
Published: 10th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রে ধাতব মুদ্রা পেনির উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে পেনি উৎপাদন করা হচ্ছে। বাস্তবতা হলো, প্রতিটি পেনি তৈরিতে ২ সেন্টের বেশি খরচ হচ্ছে। এটা বড় অপচয়! আমি অর্থমন্ত্রীকে নতুন পেনি উৎপাদন বন্ধ করতে বলেছি। চলুন, আমাদের মহান দেশের বাজেটের অপচয় বন্ধ করি।” খবর-এএফপি
ট্রাম্প প্রশাসন সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ‘মার্কিন সরকারের দক্ষতা বিভাগ’ (DOGE) প্রতিষ্ঠা করেছে। চলতি বছরের জানুয়ারিতে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে DOGE পেনি উৎপাদনের উচ্চ খরচ নিয়ে একটি পোস্ট করেছিল। ট্রাম্পের নির্বাহী আদেশে প্রতিষ্ঠিত এ বিভাগের প্রধান হিসেবে ধনকুবের ইলন মাস্ককে দায়িত্ব দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে পেনি উৎপাদন বন্ধের দাবি নতুন নয়। এর আগে কংগ্রেসে একাধিকবার এ বিষয়ে বিল উত্থাপন করা হলেও কোনোটিই পাস হয়নি। উচ্চ উৎপাদন খরচ এবং মূল্যস্ফীতির কারণে ২০১২ সালে কানাডা পেনি উৎপাদন বন্ধ করে। সে সময় কানাডায় এক পেনি উৎপাদনে ১.
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রেও পেনির ক্রয়ক্ষমতা কমে গেছে, ফলে এটি অব্যবহারযোগ্য হয়ে উঠছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা চলছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সমালোচনা নিয়ে মুখ খুললেন ভাবনা
ছোটপর্দা থেকে বড়পর্দা—দু’জায়গাতেই নিজের অভিনয়গুণে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দার চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমনি সরব ও স্পষ্টভাষী।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। নিয়মিত ছবি ও ভাবনার টুকরো প্রকাশ করায় অনেক সময় কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী। তবে এবার সেই সমালোচনা নিয়ে খোলামেলা মুখ খুললেন ভাবনা।
আরো পড়ুন:
সিনেমায় জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী
‘বেহুলা দরদী’ রূপে পর্দায় স্নিগ্ধা
এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানাতে গিয়ে ভাবনা বলেন, “একজন লুকিয়ে লুকিয়ে লিখছে, যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট—না কোনো নাম, না কোনো পরিচয়! এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমার কিছু যায় আসে না।”
তার মতে, ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনা বা বিদ্বেষমূলক মন্তব্য কখনো তার মনোযোগ নষ্ট করতে পারে না। ভাবনা বলেন, “যারা নিজেদের মুখ লুকিয়ে কথা বলে, তাদের মতামত আমার কাছে কোনো গুরুত্ব রাখে না।”
অভিনেত্রীর ভাষায়, নিজের কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য বজায় রাখাই তার মূল নীতি। সমালোচনা বা প্রশংসা—দুটোই তিনি সামলান এক ধরনের ভারসাম্যের সঙ্গে। ভাবনা বলেন, “আমি জানি, আমি কী করছি। কারো ভালো লাগা বা খারাপ লাগা আমার কাজের মান নির্ধারণ করে না। আমি আমার পথেই থাকব, এটাই আমার বিশ্বাস।”
ঢাকা/রাহাত/শান্ত