বাফুফে এত দিন বিচ্ছিন্নভাবে জাতীয় দলের জন্য জার্সি স্পনসর পেয়েছিল কখনো কখনো। কিন্তু সেটার ধারাবাহিকতা ছিল না। এই প্রথম দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি কিট স্পনসর পেয়েছে। দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’-এর সঙ্গে বাফুফে ভবনে চুক্তি হয়েছে।

আরও পড়ুনসাবিনাদের চাপে রাখতেই কি বাকিদের সঙ্গে চুক্তি বাফুফের১ ঘণ্টা আগে

চুক্তি অনুযায়ী, আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দল, জাতীয় নারী দল ও সব বয়সভিত্তিক দলকে জার্সি, মোজা, ট্র্যাকস্যুটসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেবে স্পনসর প্রতিষ্ঠান। বাংলাদেশের জার্সি বিক্রি করে যে টাকা পাবে স্পনসর প্রতিষ্ঠানটি, তা থেকেও একটা অংশ দেবে বাফুফেকে।

‘দৌড়’-এর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ