জঁমকালো আয়োজনের মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জে “গোদনাইল প্রিমিয়ার লীগ-(জিপিএল) সিজন-২” এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নাসিক ৮নং ওয়ার্ডের গোদনাইল মুসলিম নগর এলাকায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় একটি খেলার মাঠের জন্য অতিথিদের কাছে যুবসমাজ ও এলাকাবাসী দাবীর আহ্বান করেন।

এসময় জিপিএল সিজন-২ এর চ্যাম্পিয়নস দল ইনভিন্সিবল টাইটানস, রানার-আপ দল ট্রফি ফাইটার, তৃতীয় স্থান অর্জনকারী দল অগ্রগামী সংঘ এবং চতুর্থস্থান অর্জনকারী দল ইয়াং ভয়েজকে ট্রফি তুলে দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দর্শকদের বিনোদন দেয়া হয়।

“গোদনাইল প্রিমিয়ার লীগ-(জিপিএল) সিজন-২”র আয়োজক কমিটির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো: দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে এবং উপদেষ্টা আজিম মোল্লা বাপ্পীর সার্বিক তত্ত্বাবধানে ও বাবুল খন্দকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড.

রাকিবুর রহমান সাগর, বিশিষ্ট শিক্ষক খায়রুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আবুল খায়ের জজ, হাবিবুর রহমান শিকদার, মিজানুর রহমান টুটুল, মো: সাইফুল ইসলাম ও রাসেল হোসেন এবং এছাড়াও উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির আহ্বায়ক হৃদয় শিকদার, সদস্য সচিব কাজল হোসেন, সদস্য রোমান মোল্লা, কবির মোল্লা, শফিকুল ইসলাম দিদার, শাহজালাল ভুইয়া, রিপন, জীবন শিকদার ও বাবু শিকদার প্রমূখ।

এরআগে গত বছরের ২৬ ডিসেম্বর বিকালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, জার্সি উন্মোচন, আলোচনা সভা ও আতশবাজীর মত জঁমকালো আয়োজনের মধ্য দিয়ে জিপিএল সিজন-২ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

এবারের টি-১০ লীগে প্রথম পর্বে ৭টি দল অংশগ্রহণ করেন। গত ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে চ্যাম্পিয়নস ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে লীগের দ্বিতীয় পর্বে সেমি ফাইনালে ইনভিন্সিবল টাইটানস বনাম অগ্রগামী সংঘ এবং ইয়াং ভয়েজ বনাম ট্রফি ফাইটার মুখোমুখী হয় এবং ৩১ জানুয়ারী ফাইনাল খেলায় ইনভিন্সিবল টাইটানস বনাম ট্রফি ফাইটার মুখোমুখী হয় এবং এতে ইনভিন্সিবল টাইটানস চ্যাম্পিয়ন হয়।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ জ প এল ফ ইন ল স জন ২

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ