Prothomalo:
2025-11-03@10:46:19 GMT
১৪ বছর বয়সে ২৬ বছরের নারীকে প্রেমপত্র, পত্রের জবাব বাবার হাতে
Published: 12th, February 2025 GMT
সত্তর দশকের শেষের দিকের কথা। সেই সময়ে পত্রিকায় কলমবন্ধুর একটি বিজ্ঞাপন চোখে পড়ে ১৪ বছরের কিশোরের। সেখানে লেখা, ‘বন্ধু হতে চাইলে চিঠি দিও।’ সেটা দেখে চিঠিতে সরাসরি ভালো লাগার কথা লেখেন এই কিশোর। কিন্তু তখনো তিনি জানতেন না, যাঁকে চিঠি লিখছেন, তিনি এই কিশোরের থেকে ১২ বছরের বড়। সেই চিঠি চলে যায় সেই ২৬ বছরের তরুণীর কাছে। চিঠিতে প্রেমের প্রস্তাবে বেশ রেগে চিঠির উত্তর দিয়েছিলেন। ঘটনা এখানেই শেষ নয়, সেই চিঠির উত্তর ১৪ বছরের কিশোরের বাবা হাতে চলে যায়, এ ঘটনা ঘটেছিল অভিনেতা ফারুক আহমেদের জীবনে।
অভিনেতা ফারুক আহমেদের বই। ছবি: ফেসবুক থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বছর র
এছাড়াও পড়ুন:
একঝলক (৩ নভেম্বর ২০২৫)
ছবি: আবদুর রহমান