সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি প্রকল্পে দুর্নীতির অভিযোগ
Published: 13th, February 2025 GMT
ত্রিশালে সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় সোলার স্ট্রিট লাইট স্থাপন’ প্রকল্পে এমন ঘটনা ঘটেছে।
প্রকল্পটির আওতায় ত্রিশাল পৌরসভায় ১১২টি সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপনে ব্যয় ধরা হয় ১ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। প্রতিটি সৌরচুল্লির মূল্য দাঁড়ায় ১ লাখ ৩৩ হাজার টাকা। এর কাজ পায় ভোল্ড বেল করপোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশে উন্নত মানের সামগ্রী ব্যবহারের কথা থাকলেও উল্লেখ করা হয়নি কোন ব্র্যান্ডের যন্ত্রপাতি ব্যবহার করবেন ঠিকাদার।
কাজ শুরু হয় ২০২৩ সালের ৯ নভেম্বর। চার ধাপে পৌর শহরের বিভিন্ন স্থানে ১১২টি সৌরচুল্লি স্থাপনে সময় বেঁধে দেওয়া হয় এক বছর। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় বাড়ানো হয় সময়। বর্ধিত সময় অনুযায়ী চলতি বছরের ৩১ মের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু ২৮টি করে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মাত্র ৫৬টি সৌরচুল্লি স্থাপন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। হিসাবমতে নির্ধারিত ও বর্ধিত সময়ের এক বছর পৌনে চার মাসে ৫০ শতাংশ কাজ শেষ করতে পেরেছে প্রতিষ্ঠানটি। আর মাত্র চার মাসে তারা বাকি কাজ কীভাবে শেষ করবে– এমন প্রশ্ন উঠেছে। এ প্রকল্পের নামে অর্থ লোপাটের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
প্রকল্পের ৫৬টি সৌরচুল্লি স্থাপনের তালিকা ধরে সরেজমিন অনুসন্ধানে মিলেছে অনিয়ম ও দুর্নীতির তথ্য। এর মধ্যে একই নামে প্রথম পর্যায়ের তালিকার ১৯ নম্বরে জয়নাল মেম্বারের বাড়ির সামনে মসজিদে ও দ্বিতীয় পর্যায়ের তালিকার ৬ নম্বরে জয়নাল মেম্বারের বাড়ির মসজিদে দুটি সৌরচুল্লি স্থাপন দেখালেও পাওয়া যায় মাত্র একটি। ওই বাড়ির মিলন মিয়া জানান, একটি সৌরচুল্লি স্থাপন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের তালিকার ২৬ নম্বরে ৯ নম্বর ওয়ার্ডের সিদ্দিকিয়া মাদ্রাসায় গিয়েও চোখে পড়েনি কোনো সৌরচুল্লি। মাদ্রাসার মোহতামিম মাওলানা এখলাছ উদ্দিন নিশ্চিত করেন সেখানে সৌরচুল্লি স্থাপন না হওয়ার বিষয়টি।
কয়েকদিন সন্ধ্যার পর আকন্দ বুক হাউজ, মুক্তিযোদ্ধা অফিস ও উপজেলা পরিষদ মোড়সহ কয়েকটি স্থানে দেখা যায়, নিম্ন মানের ইলেকট্রনিকস সামগ্রী ব্যবহারের ফলে ঝকঝকে আলোর পরিবর্তে অল্প আলো জ্বলছে সোলার সড়কবাতিগুলোতে।
পৌর কর্তৃপক্ষ কাজ চলমান দাবি করলেও চোখে পড়েনি কোনো কার্যক্রম। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মফিজুর রহমানের সঙ্গে কথা বলা যায়নি। তবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ইদ্রিস আলী কাজ চলমান না থাকার বিষয়টি নিশ্চিত করেন। স্বল্প আলোর বিষয়ে তিনি বলেন, ‘ওয়ারেন্টি আছে, সমস্যা দেখা দিলে মেরামত করে দেওয়া যাবে।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের সরবরাহ করা সৌরচুল্লির ধরন অনুযায়ী একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে মূল্য যাচাই করে দেখা যায়, ব্যাটারি-লাইটসহ এ ধরনের যন্ত্রপাতির সর্বোচ্চ মূল্য ১৪ হাজার টাকা। এই হিসাবে খুঁটি ও স্থাপন খরচ বাবদ পড়েছে ১ লাখ ১৯ হাজার টাকা, যা অসংগতিপূর্ণ বলছেন ব্যবসায়ীরা।
সোলার ব্যবসায়ী কবির আহমেদের ভাষ্য, প্রকল্পের নামে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে। কেননা সরবরাহ করা সৌরবিদ্যুৎ সরঞ্জামের মূল্য অনেক বেশি ধরা হয়েছে।
কথা হয় প্রকল্প পরিচালক ও ত্রিশাল পৌরসভার সহকারী প্রকৌশলী সানাউল্লাহর সঙ্গে। তিনি জানান, দাম নির্ধারণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। যে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, সেখানে কথা বলতে পারেন। সিদ্দিকিয়া মাদ্রাসা ও জয়নাল মেম্বারের বাড়ির নামের একটি সৌরচুল্লি অন্যত্র স্থাপন করা হয়েছে। চার মাসে বাকি ৫০ শতাংশ কাজ কীভাবে শেষ করবেন? এর সদুত্তর দিতে পারেননি তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ময়মনস হ প রকল প শ ষ কর পর য য়
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৪ নভেম্বর ২০২৫)
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু আজ। চ্যাম্পিয়নস লিগে আছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ ও পিএসজি-বায়ার্ন ম্যাচ।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বিকেল ৪টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস
নাপোলি-ফ্রাঙ্কফুর্ট
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ১
স্লাভিয়া প্রাগ-আর্সেনাল
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২
পিএসজি-বায়ার্ন
রাত ২টা, সনি স্পোর্টস ১
লিভারপুল-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস ২
টটেনহাম-কোপেনহেগেন
রাত ২টা, সনি স্পোর্টস ৫
ব্রাজিল-হন্ডুরাস
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস
জার্মানি-কলম্বিয়া
রাত ৮-৪৫ মি., ফিফা প্লাস
ইংল্যান্ড-ভেনেজুয়েলা
রাত ৯-১৫ মি., ফিফা প্লাস