৩৫০ পেরিয়ে পাকিস্তানের প্রথম জয়, সবচেয়ে বেশিবার জিতেছে কারা
Published: 13th, February 2025 GMT
অবশেষে ওয়ানডেতে রান তাড়ায় ৩৫০ রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান। কাল করাচিতে দক্ষিণ আফ্রিকার করা ৩৫২ রান ৬ উইকেট ও ৬ বল হাতে রেখে পেরিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। ৫০ ওভারের ক্রিকেটে ১৬তম চেষ্টায় এই প্রথম রান তাড়ায় ৩৫০ বা এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান। অন্যদিকে এই প্রথম ৩৫০ রানের বেশি করেও হারল দক্ষিণ আফ্রিকা।
৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে ৩৫০ রানের লক্ষ্য ছুঁয়ে জয় পাওয়া পঞ্চম দল পাকিস্তান। এর আগে ৩৫০ পেরিয়ে জিতেছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
ওয়ানডে ক্রিকেট ৩৫০ পেরিয়ে কোনো দলকে প্রথম জিততে দেখে ২০০৬ সালের ১২ মার্চ। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ রান ১ বল ও ১ উইকেট হাতে রেখে পেরিয়ে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে রান তাড়ার বিশ্ব রেকর্ড এটিই। ওই ম্যাচের পর আর কোনো দল ৪০০ পেরিয়ে জিততে পারেনি।
রেকর্ড রান তাড়ায় ১৭৫ রান করার পথে দক্ষিণ আফ্রিকার হারশেল গিবস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব