ঢাকার ধামরাইয়ে আলাদীনস পার্ক নামে বিনোদনকেন্দ্রে শিক্ষার্থী-পার্ক কর্মচারীদের মধ্যে সংঘাতের প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় সংঘর্ষের ঘটনাস্থল আলাদীনস পার্ক পরিদর্শনে গিয়ে এই প্রতিবাদ জানান ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

ঘটনাস্থল পরিদর্শনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধামরাই শাখার আদনান আহমেদ হাসান, নূর আলম নয়ন, আসাদ, পিয়াসহ অন্তত ২০-২৫ জন।

আরো পড়ুন:

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে ৩ স্কুলছাত্র নিখোঁজ

বিদ্যালয়ে আগুনে পুড়ে শিক্ষার্থীর মৃত্যু, ৮ শিক্ষক বরখাস্ত

সেখানে তারা বলেন, পিকনিক করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে পার্কের কর্মচারীদের সংঘাতের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এমন ঘটনা কোনোভাবে কাম্য নয়। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা লকারের নিরাপত্তাহীনতার প্রতিবাদ জানিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পার্ক কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে তাগিদ দেওয়া হয়।

বুধবার বিকেলের দিকে লকার থেকে মোবাইল হারানোকে কেন্দ্র করে সংঘাতে জড়ান ঢাকার মিরপুরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের শিক্ষার্থী ও পার্ক কর্মচারীরা। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় বুধবার রাতে কলেজের শিক্ষক আবদুল হাই বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা/সাব্বির/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত প র ক কর

এছাড়াও পড়ুন:

অপেক্ষায় সৌমি

শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। 

সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। 

সম্পর্কিত নিবন্ধ