হেলিকপ্টারে চড়িয়ে মেধাবীকে মূল্যায়ন
Published: 15th, February 2025 GMT
সীতাকুণ্ডে বিদ্যালয়ের অনুষ্ঠানে এসে হেলিকপ্টারে ভ্রমণ করালেন দুই মেধাবী শিক্ষার্থীকে। দিনে হেলিকপ্টারে ঢাকায় গিয়ে রাতে বাড়ি ফিরেছে বিমানে চড়ে। এতে উচ্ছ্বসিত তারা।
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব শিল্পপতি আসলাম চৌধুরী গত বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট খয়রাতি মিয়া উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে দুই শিক্ষার্থীকে হেলিকপ্টারে চড়িয়ে ঢাকায় নিয়ে যান। এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন তিনি। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসলাম চৌধুরী।
হেলিকপ্টার ভ্রমণে সুযোগ পাওয়া সায়েম ও সাইমন বিদ্যালয়ের দশম শ্রেণি শিক্ষার্থী। তারা বলে, ‘বিদ্যালয়ের ইতিহাসে এ রকম হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ কারও কখনও হয়নি। এ স্মৃতি সারাজীবন মনে থাকবে। এই ধরনের উৎসাহ পেলে লেখাপড়ার প্রতি শিক্ষার্থীরা আরও বেশি মনোযোগী হবে।’
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরছালীন বলেন, ‘বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে লায়ন আসলাম চৌধুরী প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে শেষে ঢাকা ফিরে যাওয়ার সময় মেধাবী দুই শিক্ষর্থীকে উপহার হিসেবে হেলিকপ্টারে ভ্রমণ করাতে আগ্রহ প্রকাশ করেন তিনি। বিকেল ৪টার সময় মেধাবী দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যান। বনানীর একটি মার্কেটে নিয়ে ওই শিক্ষার্থীদের উপহার হিসেবে পোশাক কিনে দেন তিনি। পরে রাত ৯টায় বেসরকারি একটি বিমানে করে তাদের চট্টগ্রাম পাঠিয়ে দেন।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড ভেঙে ফেলার ষড়যন্ত্র করে জাতিকে ধ্বংস করার অপচেষ্টা করেছিল পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার। সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে; কারণ আমাদের গ্রামগঞ্জের পরিবেশ আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে কিছু অসাধু অনলাইন জুয়াড়ির মাধ্যমে। মধ্যবিত্তসহ সমাজের যুবক, তরুণ সমাজ আসক্ত হয়ে পড়ছে। পাশাপাশি তারা সমাজে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। তাই সন্তান স্কুল, কলেজে নিয়মিত যাচ্ছে কিনা, তা নজরদারির মাধ্যমে বাচ্চাদের প্রতি সচেতন হতে হবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: আসল ম চ ধ র অন ষ ঠ ন ভ রমণ
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।