কবি ও কথাসাহিত্যিক কামরান চৌধুরীর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কমলা রোদ্দুর’ প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করছে অন্ত্যমিল প্রকাশনী।

বইটি সম্পর্কে লেখক বলেন, “এই গল্পগ্রন্থের চরিত্রগুলোর মাধ্যমে বর্তমান সমাজে একটি শিক্ষামূলক বার্তা দেওয়া হয়েছে। এছাড়া, বইটিতে ভালোবাসা, দ্রোহ, রম্য ও বাস্তবধর্মী কিছু গল্প রয়েছে, যা পাঠকদের মুগ্ধ করবে বলে আশা করছি।”

কামরান চৌধুরীর প্রকাশিত বই- গল্পগ্রন্থ ‘নিথর ইস্টিশন’(২০২২), কাব্যগ্রন্থ ‘অখ্যায়িকা’।

আরো পড়ুন:

জনবিচ্ছিন্ন হয়ে লেখার বিলাসিতা আমার নেই: কিযী তাহ্‌নিন

বইমেলায় প্রকাশিত হয়েছে অঞ্জন আচার্যের গল্পগ্রন্থ ‘সাদা রাত’

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অপেক্ষায় সৌমি

শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। 

সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। 

সম্পর্কিত নিবন্ধ