গতকাল রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল ৭৮তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) আসর। এবারের আসর সঞ্চালনা করেন ডেভিড টেনান্ট। ৭৮তম বাফটায় সর্বোচ্চ ১২টি মনোনয়ন পেয়েছিল ‘কনক্লেভ’। শেষ পর্যন্ত পুরস্কারে বাজিমাত করল কোন সিনেমা? জেনে নেওয়া যাক এএফপি, ভ্যারাইটি অবলম্বনে।

সেরা সিনেমা
‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, কে জিতবে পুরস্কার, এটা নিয়ে কৌতূহল ছিল। অনেকে আবার এগিয়ে রেখেছিলেন জ্যাক অঁদিয়ারের বহুল চর্চিত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’কে।

‘কনক্লেভ’–এর দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হেমাঙ্গ বিশ্বাসের গান অবলম্বনে নাটক ‘জন হেনরি’

মে দিবস সারাবিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক ‘জন হেনরি’। 

শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া ‘নাম তার ছিল জন হেনরি’ গানের ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরি’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এবার টেলিভিশনের জন্য নাট্যরূপ দিয়েছেন। এর দৃশ্যধারণ হয়েছে বিটিভির স্টুডিওতে।

অভিনয়ে আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, শাওন, রানা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি বিটিভিতে আজ রাত ৯টায় 
প্রচার হবে।

সম্পর্কিত নিবন্ধ