এক সময় পার্শ্ববর্তী দেশ ভারতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা বেশি খরচ করতো। এবার ক্রেডিট কার্ডে খরচের দিক দিয়ে ভারতকে পেছনে ফেলে সিঙ্গাপুরে বেশি খরচ করছে বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের ডিসেম্বর মাসে ৪৯১ কোটি টাকা খরচ করেছেন। যা নভেম্বর মাসের চেয়ে ৬০ কোটি টাকা বেশি। নভেম্বর মাসে ক্রেডিট কার্ডে ৪৩১ কোটি টাকা খরচ করেছিল বাংলাদেশিরা। এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে। এর মধ্যে ডিসেম্বরে সিঙ্গাপুর গিয়ে বাংলাদেশিরা ৪১ কোটি ২০ লাখ টাকা খরচ করেছে। যা বাংলাদেশিদের মোট ক্রেডিট কার্ডের খরচের ৮ দশমিক ৩৯ শতাংশ। নভেম্বরে দেশটিতে খরচের পরিমাণ ছিল ৩৮ কোটি ৫০ লাখ টাকা। 

প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি দেশে বাংলাদেশীরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করে। এর মধ্যে ডিসেম্বর মাসে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত ও ইউকে। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের ৫০ শতাংশের বেশি এই ৫ দেশে হয়েছে। নভেম্বরের চেয়ে ডিসেম্বর মাসে আমেরিকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর বাংলাদেশিদের খরচ বেড়েছে। এর মধ্যে ভারতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ কমেছে। তবে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপরই থাইল্যান্ডের অবস্থান।

সংশ্লিষ্টরা বলছেন, এক সময় বাংলাদেশিরা পার্শ্ববর্তী দেশ ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি খরচ করতো। কারণ বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যেত। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের খরচ ভারতে কমেছে। 

বিপরীত দিকে থাইল্যান্ড, সিঙ্গাপুর বাংলাদেশিদের ভ্রমণ বেড়েছে। সে হিসেবে দেশগুলোতে ক্রেডিট কার্ডে খরচও বেড়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসে আমেরিকায় ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৭৪ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৫ দশমিক ১২ শতাংশ। আমেরিকার খরচের এ অঙ্ক নভেম্বরে ছিল ৬৮ কোটি ৪০ লাখ টাকা। একইভাবে ডিসেম্বরে থাইল্যান্ডে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৬৪ কোটি ৮০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৩ দশমিক ১৮ শতাংশ। 

থাইল্যান্ডে খরচের এ অঙ্ক নভেম্বরে ছিল ৪৬ কোটি ৩০ লাখ টাকা। এ ছাড়া ডিসেম্বরে যুক্তরাজ্য গিয়ে খরচ করেছে ৩৬ কোটি ৮০ লাখ টাকা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। এ ছাড়া মালয়েশিয়া ৩৪ কোটি ৮০ লাখ এবং সৌদি আরবে ৩৪ কেটি টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।  

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে প্রতি বছর ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে।  

এনএফ//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল দ শ দ র খরচ ড স ম বর ম স খরচ করত দশম ক খরচ র

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ