বিএনপি নেতার সঙ্গে থানায় গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। গতকাল সোমবার রাতে জামালপুরের মাদারগঞ্জ থানায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন।

গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম রমিজ উদ্দিন। তিনি উপজেলার জোড়খালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং স্থানীয় কলাদহ মির্জা মোস্তফা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জোড়খালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর কবিরের সঙ্গে থানায় গেলে যান রমিজ উদ্দিন। তিনি আওয়ামী লীগ নেতা ও নাশকতা মামলার আসামি বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা আলমগীর কবিরের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

মাদারগঞ্জ মডেল থানার ওসি বলেন, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ আওয় ম ল গ ব এনপ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ