আ.লীগের সাবেক এমপির ভাগ্নের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ
Published: 19th, February 2025 GMT
মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাবেক এমপি জাকির হোসেন সরকারের ভাগ্নের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
মিঠাপুকুর প্রেসক্লাবের হল রুমে বিকেল চারটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী তিনটি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী প্রফুল্ল সাহা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক এমপি জাকির হোসেন সরকারের ভাগ্নে আক্তারুজ্জামান সোহাগ প্রভাব বিস্তার করে আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে রেখেছেন। জাকির হোসেন সরকার উপজেলা চেয়ারম্যান থেকে এমপি হওয়ার পর সোহাগ সংখ্যালঘুদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছেন। আমার পৈত্রিক সম্পত্তির ৯ শতাংশ বসতভিটা জোরপূর্বক দখল করে প্রাচীর নির্মাণ ও আমাদের তিনটি পরিবারকে উচ্ছেদ করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সোহাগ তার গুন্ডাবাহিনী দিয়ে দুই মাস থেকে আমাদের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এ বিষয়ে পুলিশ প্রশাসন বারবার সতর্ক করলেও আক্তারুজ্জামান সোহাগ আমাদের ভয়ভীতি দেখিয়ে তার কাজ চলমান রেখেছেন।
এ সময় প্রফুল্ল সাহার পরিবার সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমাদের দয়া করে একটু মানবিকতা দেখান। যারা সংখ্যালঘু ভেবে আমাদের ওপর নির্যাতন চালিয়ে আসছে, তাদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।
অভিযোগের বিষয়ে আক্তারুজ্জামান সোহাগ বলেন, তারা ৫৬ শতক জমির ওপর অভিযোগ করেছে। এরমধ্যে ৮ শতক জমি আমার বাবা ১৯৯৮ সালে কিনেছিলেন। তারা ২০১৬ সালে আদালতে মামলা দায়ের করেন। কিন্তু আমার কাগজপত্র সঠিক রয়েছে। আমি কারও জমি দখল করিনি। রাজনৈতিক কারণে আমাকে হয়রানি করা হচ্ছে। আদালত আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। কাজ বন্ধ করতে বলেননি। আমার অন্য অভিযোগও সঠিক নয়।
মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ আম দ র সরক র
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।
ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।
ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।
ঢাকা/আমিনুল