তীব্র তুষারঝড়ের কারণে এক দিন পিছিয়ে গিয়েছিল ইন্টার মায়ামির কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগ। তবে প্রতিকূল আবহাওয়া পেরিয়ে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে একমাত্র গোল করে ফ্লোরিডার ক্লাবকে ১-০ গোলের জয় উপহার দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

কঠিন ঠাণ্ডায় খেলার অভিজ্ঞতা ছিল না মেসির। এমন শীতে মাঠে নামলে চোটের ঝুঁকি থাকায় তার খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। একই শঙ্কা ছিল লুইস সুয়ারেজসহ দলের অন্য খেলোয়াড়দের নিয়েও। তবে সব দ্বিধা উড়িয়ে মাঠে নেমে জয়সূচক গোল করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মেসি।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মায়ামি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিমাত করেন মেসি। সতীর্থের পাস থেকে নিচু শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপর আর কোনো দলই উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি, ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

আগামী মঙ্গলবার নিজেদের মাঠে দ্বিতীয় লেগে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে খেলবে মেসির দল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম য় ম

এছাড়াও পড়ুন:

সাগরে আবার লঘুচাপ, ২ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ঘূর্ণিঝড় মোন্থা বিদায় নিতেই বঙ্গোপসাগরে আবার লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর কারণে দেশের দুই বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টিরও সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আজ মঙ্গলবার সকালে আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমারের উপকূলের কাছে লঘুচাপটি আছে। এ লঘুচাপ বাংলাদেশ–মিয়ানমার উপকূলের দিকে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, এই লঘুচাপটি ঘনীভূত হতে পারে। পরে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। আর এর প্রভাবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে আজ বৃষ্টি হতে পারে। এ ছাড়া বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানেও বৃষ্টি হতে পারে।

লঘুচাপটির গতিপথই বলে দিচ্ছে, এটি চট্টগ্রাম উপকূলের দিকে আসছে। আর এ কারণে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে।

এবারের লঘুচাপের প্রভাবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু—জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, রাজধানীতে আগামীকাল বুধবার বা এর পরদিন সামান্য বৃষ্টি হতে পারে।

এর আগে গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হানে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে। এর প্রভাবে বাংলাদেশের, বিশেষ করে উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া, সিরাজগঞ্জের তাড়াশ, রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত পরিমাণ ছিল অনেক বেশি। এতে ফসলের ক্ষতিও হয়। রাজধানীতে মোন্থার প্রভাবে ভারী বৃষ্টি হয়। গত শনিবার রাজধানীতে ৯ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়।

সম্পর্কিত নিবন্ধ