মাইনাস তাপমাত্রায়ও মেসি ঝলকে উড়ন্ত শুরু মায়ামির
Published: 20th, February 2025 GMT
তীব্র তুষারঝড়ের কারণে এক দিন পিছিয়ে গিয়েছিল ইন্টার মায়ামির কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগ। তবে প্রতিকূল আবহাওয়া পেরিয়ে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে একমাত্র গোল করে ফ্লোরিডার ক্লাবকে ১-০ গোলের জয় উপহার দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
কঠিন ঠাণ্ডায় খেলার অভিজ্ঞতা ছিল না মেসির। এমন শীতে মাঠে নামলে চোটের ঝুঁকি থাকায় তার খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। একই শঙ্কা ছিল লুইস সুয়ারেজসহ দলের অন্য খেলোয়াড়দের নিয়েও। তবে সব দ্বিধা উড়িয়ে মাঠে নেমে জয়সূচক গোল করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মেসি।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মায়ামি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিমাত করেন মেসি। সতীর্থের পাস থেকে নিচু শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপর আর কোনো দলই উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি, ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
আগামী মঙ্গলবার নিজেদের মাঠে দ্বিতীয় লেগে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে খেলবে মেসির দল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম য় ম
এছাড়াও পড়ুন:
গ্রিল কেটে বাসায় চুরি, গ্রেপ্তার ৫
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় একটি বাসার গ্রিল কেটে চুরি করা মালামাল উদ্ধারসহ পাঁচ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) দুপরে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৮ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ চোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের গলার হার, এক জোড়া স্বর্ণের দুল, একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের বালা, এক জোড়া রুপার বালা, দুই জোড়া সিটিগোল্ডের চুড়ি, এক জোড়া ব্রোঞ্জের চুড়ি, একটি মোবাইল ফোন ও চুরির কাজে ব্যবহৃত একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে। তারা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতার পাঁচ চোর হলো—মো. শাহ আলম (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. রাজু, মো. মুরাদ (২১) ও মো. স্বপন মিয়া (২৫)।
গত ২৫ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে মো. আলী আকবরের বাসার গ্রিল কেটে ভিতরে ঢোকে চোরের দল। তারা ১৯ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন এবং ১২ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
আলী আকবরের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানায় একটি চুরির মামলা হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে ওই পাঁচ চোরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/এমআর/রফিক